বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর শহরের সার্বিক আইন শৃঙ্খলার উন্নয়ন ও নিরাপদ করতে পুলিশ নিত্যনতুন কৌশলে বিশেষ অভিযান পরিচালনা করছে।
বৃহস্পতিবার রাতভর শহরের দড়াটানা, পৌর পার্ক, প্যারিস রোডসহ বিভিন্ন এলাকায় জোরদার টহল ও পুলিশী অভিযান পরিচালিত হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম শুক্রবার দৈনিক ইনকিলাবকে জানান, কিশোর গ্যাং, উঠতি বয়সের বখাটে, মাদক ব্যবসায়ী, বাটপাড়, ছিনতাইকারীসহ সবধরণের অপরাধীদের দৌরাত্ম নিরসনে পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করছে। তিনি জানান, নবাগত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশনা ও সার্বক্ষণিক মনিটরিংএ পুলিশ শুধু বৃহস্পতিবার রাতে নয় দিনে রাতে সমানতালে আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, শহরের নির্মাণাধীন বাড়িঘরে যাতে চাঁদাবাজি না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। টাঙিয়ে দেয়া হয়েছে বিশেষ সতর্কের ব্যানার। তাতে পুলিশ কর্মকর্তাদের মোবাইল নম্বর দিয়ে উল্লেখ করা হয়েছে কেউ কোন চাঁদা দাবি করলে সঙ্গে সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।