Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনলাইনে ক্লাস করেই কোরআনে হাফেজ হলো পাঁচ শিশু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২২ পিএম

প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের কারণে দেশে দেশে বন্ধ রয়েছে স্কুল, কলেজ, মাদরাসাসহ বহু শিক্ষা প্রতিষ্ঠান। এর ফলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতি পুষিয়ে নিতে অনেক দেশের সরকার অনলাইন ক্লাসের আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় সউদী আরবের আল আফলাজ জেলার কয়েকটি মসজিদ নিয়মিত ক্লাসের বিকল্প হিসেবে অনলাইন ক্লাসের আয়োজন করে এবং ছোট শিশুরা বাসায় থেকেই এ ক্লাসে অংশগ্রহণ করে এবং সাফল্যের দেখা পায়। সৌদি গণমাধ্যম সাবাক জানায়, জেলার পাঁচজন অপ্রাপ্ত বয়স্ক শিশু এই অনলাইন কোর্সে অংশ নিয়ে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে। ফলে তাহফিজু কোরআনিল কারিম ফাউন্ডেশন আয়োজিত এ কোর্স শিশু শিক্ষার্থীদের জন্য খুবই উপযোগী ছিল বলে ধারণা করা হচ্ছে।

তাহফিজু কোরআনিল কারিম ফাউন্ডেশনের তরফ থেকে বলা হয়, অনলাইন ক্লাসে শুরুতে তিলাওয়াতের মান নিয়ে আলোচনা হতো। পরে হিফজ যুক্ত করা হয় এবং সাফল্য আসে। পাঁচ শিক্ষার্থীর দুজন মসজিদুল ইহসানের মুসল্লি, দুজন মসজিদুল ফোরকানের এবং একজন মসজিদুত তাওহিদের। হিফজ সম্পন্নকারী প্রতিটি শিক্ষার্থীকে অনলাইন সেমিনারের মাধ্যমে বিশেষ সম্মাননাও দেওয়া হয়েছে। মাতা-পিতা ও শিক্ষকদের উপস্থিতিতে তাদের দেওয়া হয় বহুমূল্যমানের উপঢৌকন। সূত্র : সাবাক।



 

Show all comments

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ