মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মেক্সিকো থেকে অভিবাসীর ঢল রুখতে সীমানা প্রাচীর নির্মাণের জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে জরুরি তহবিল তৈরি করেছিলেন, তাতে অর্থায়ন বন্ধ করলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার কংগ্রেসের কাছে এক চিঠিতে বাইডেন উল্লেখ করেন, এ তহবিল ব্যবহার ‘অযৌক্তিক’। সীমানা দেয়াল নির্মাণে জনগণের আর কোনো করের অর্থ খরচ করা হবে না। ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত এ প্রজেক্টে ২৫ বিলিয়ন ডলার খরচ হয়ে গিয়েছে। সাবেক প্রেসিডেন্টের অভিবাসী নীতি নিয়ে তদন্তেরও নির্দেশ দেন বাইডেন। -সিএনএন
কারণ অনুসন্ধানে জানা যায়, ২০১৯ সালে দক্ষিণ সীমান্তে মেক্সিকো থেকে অভিবাসীর ঢল রুখতে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। এর ফলে তিনি কংগ্রেসকে পাশ কাটিয়ে সীমানা দেয়াল নির্মাণের জন্য সামরিক বাজেটের অর্থ বরাদ্দ করতে সক্ষম হয়েছিলেন। সাবেক রিপাবলিকান প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলো থেকে সরে আসতে বাইডেনের ধারাবাহিক নির্বাহী আদেশগুলোর মধ্যে সর্বশেষ পদক্ষেপ এটি। অভিবাসী পরিবারের সদস্যদের পুনরায় একত্রিত করতে গত সপ্তাহে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের অভিবাসী নীতির কারণে এসব পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
কংগ্রেসকে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন, সীমানা দেয়াল নির্মাণের জন্য সব ধরনের সম্পদ বরাদ্দ ও স্থানান্তরের পর্যালোচনা করছেন তিনি। ২০১৬ সালে নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল সীমানা দেয়াল নির্মাণ করা। কিন্তু ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ ট্রাম্পের এ নীতি বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ায়। যার ফলে জরুরি অবস্থা জারি করে নিজ ক্ষমতা বলে সীমানা দেয়াল নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।