নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নারায়নগঞ্জের পর এবার তৃণমূল ফুটবল উৎসবে মাতলো কুমিল্লা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) যৌথ আয়োজনে জেলার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ক্ষুদে ফুটবলারদের মিলনমেলা। এই গ্রাসরুট ফুটবল ফেস্টিভ্যালে ৩৪৮ জন শিশু-কিশোর অংশ নেন। তাদের মাঝে টি-শার্ট ও খাবার বিতরণ করা হয়।
কুমিল্লার এই গ্রাসরুট ফেস্টিভালে উপস্থিত ছিলেন ডিএফএ’র সভাপতি আরফানুল হক রিফাত, সাধারণ সম্পাদক মো. বাদল খন্দকার, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল এহসান ফারুক রুমেন, বাফুফের কোচ জাহান ই আলম নুরী রাহেল এবং কুমিল্লা ডিএফএ কর্মকর্তারা। প্রতি মাসে দেশের একটি বা দু’টি জেলায় এই ফেস্টিভ্যাল আয়োজন করবে বাফুফে। চলতি বছর ১৭টি জেলায় এই ফেস্টিভ্যাল করার লক্ষ্য বাফুফের। বাকি জেলাগুলোয় হবে পরের ২ বছরে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।