বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী মেট্রোপলিটন আঞ্চলিক পরিবহন কমিটি (মেট্রো আরটিসি) এর আয়োজনে আজ বৃহস্পতিবার মহানগরীর ভদ্রা মোড়, ঢাকা বাসস্ট্যান্ড ও গৌড়হাঙ্গা মোড়ে কোভিড-১৯ প্রাদুর্ভাবজনিত কারণে গণপরিবহণের মালিক, শ্রমিক ও যাত্রীদের মাঝে মাস্ক, জীবানুনাশক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক।
আনির্বান চাকমা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ), আরএমপি, রাজশাহী এর সভাপতিত্বে সচেতনতামূলক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন শেখ আশরাকুর রহমান, উপ-পরিচালক (ইঞ্জি), বিআরটিএ, রাজশাহী বিভাগ। রাজশাহী মহানগরীর ভদ্রা মোড়, ঢাকা বাসস্ট্যান্ড ও গৌড়হাঙ্গা মোড়ে কোভিড-১৯ প্রাদুর্ভাবজনিত কারণে গণপরিবহণের মালিক, শ্রমিক ও যাত্রীদের মাঝে মাস্ক, জীবানুনাশক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (বোয়ালিয়া থানা) ফারজিনা নাসরিন, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃ মোফাক্কারুল ইসলাম সহ বিভিন্ন পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।