Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারের অভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩১ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবার মিয়ানমারের অভ্যুত্থানের নেতাদের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত এক নির্বাহী আদেশে অনুমোদন দিয়েছেন।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, সামরিক নেতা, তাদের পরিবারের সদস্য ও তাদের সঙ্গে যুক্ত বাণিজ্যিক সূত্রগুলোর ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে থাকা মিয়ানমার সরকারের ১ বিলিয়ন ডলার তহবিলে সামরিক বাহিনীর প্রবেশ আটকাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

দেশটির রাজধানী নেইপিদোতে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে মঙ্গলবার এক নারী গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এ ঘটনার ব্যাপক সমালোচনা করে মানবাধিকার সংস্থাগুলো। এরপরই এলো নিষেধাজ্ঞার ঘোষণা।

এ দিকে অভ্যুত্থান সরিয়ে নিয়ে অং সান সু চি-সহ বেসামরিক নেতাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন বাইডেন।

তার মতে, মিয়ানমারের জনগণের কণ্ঠস্বর জেগে উঠেছে ও বিশ্ব তাদের দেখছে। প্রয়োজন অনুসারে যুক্তরাষ্ট্র পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। প্রতিবাদের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে সহিংসতা অগ্রহণযোগ্য। এর থেকে বের হয়ে আসতে হবে।

আরও জানান, তার প্রশাসন চলতি সপ্তাহেই নিষেধাজ্ঞার প্রথম লক্ষ্যগুলো নির্দিষ্ট করবে।

যদিও এরই মধ্যে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগে বেশ কয়েকজন সামরিক নেতা যুক্তরাষ্ট্রের কালো তালিকায় রয়েছেন।

বাইডেন জানান, শক্তভাবে রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রে থাকা যে সব সম্পদে মিয়ানমারের সরকার সুবিধাভোগী তা স্থগিত করবে। তবে স্বাস্থ্যসেবা, নাগরিক সমাজ ও অন্যান্য ক্ষেত্রে তাদের সমর্থন থাকবে।

ক্ষমতা গ্রহণের পর এই প্রথমবার ‘নিষেধাজ্ঞা’ দিলেন জো বাইডেন।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের ক্ষমতা দখল করে সামরিক জান্তা। এর পর দেশটির বেসামরিক নেতাদের আটকসহ তাদের বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ