Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত থেকে খাবার অযোগ্য গম আমদানি

সান্তাহার আজমেরী গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

বগুড়ার সান্তাহার শহরের প্রভাবশালী ব্যবসা প্রতিষ্ঠান আজমেরী গ্রুপের বিরুদ্ধে ভারত থেকে মেয়াদোত্তীর্ণ, পোকা আক্রান্ত ও খাবার অযোগ্য গম আমদানির অভিযোগ উঠেছে।

জানা যায়, আজমেরী ফ্লাওয়ার মিলের মালিক রাকেস সাহা দেশিয় উৎস থেকে প্রাপ্ত গম দিয়ে আটা, ময়দা ও সুজি উৎপাদন করে আসছেন। এমন অবস্থায় হঠাৎ করে দেশিয় গমের দাম চড়া এবং প্রয়োজনীয় পরিমাণ না মেলার অজুহাতে গম আমদানির সিদ্ধান্ত গ্রহণ করে। সম্প্রতি এই প্রতিষ্ঠান ভারতীয় গমের এলসি (লেটার অব ক্রেডিট) খোলেন। তার এলসি করা গম ভারতের হরিয়ানাসহ বিভিন্ন প্রদেশ থেকে রেলওয়ে ওয়াগনের মাধ্যমে আসছে। গত কয়েক দিন ধরে সান্তাহার জংশন স্টেশনের রেলওয়ে মালগুদাম পয়েন্টে খালাস করা হচ্ছে গমগুলো। রেলওয়ে মালগুদাম পয়েন্টে সরেজমিন দেখা যায়, গমের অধিকাংশ ২০১৮-২০১৯ সালের এবং পোকা আক্রান্ত ও খাবার অযোগ্য। গমের বস্তার ভেতরে-বাহিরে বিচরণ করছে কালো রঙয়ের অসংখ্য পরিমাণ পোকা। ভারত থেকে গম বোঝাই করে আসা প্রতিটি প্রায় ৬০ মেট্টিক টনের ৮৪ ওয়াগনে (দুই র‌্যাক) করে ইতোমধ্যে প্রায় পাঁচ হাজার মেট্টিক টন গম খালাস করা হয়েছে। আরো পাইপ লাইনে রয়েছে বলে জানা গেছে। সাধারণ মানুষ পোকা আক্রান্ত গম খাবার অযোগ্য বলে জানালেও আমদানিকারক প্রতিষ্ঠানের ম্যানেজার আকরাম হোসেন খুব ভালো মানের বলে দাবি করেন।
মেয়াদোত্তীর্ণ পোকা আক্রান্ত ও খাবার অযোগ্য গম আমদানি বিষয়ে কথা বলার জন্য আজমেরী গ্রুপের মালিক রাকেস সাহাকে একাধিকবার ফোন করা হলে তিনি কেটে দেন। গম খালাস পয়েন্টে কথা বলেন রাকেস সাহার ম্যানেজার আকরাম হোসেন। তিনি বলেন, তার মালিক অপরিচিত কারো ফোন ধরেন না। আমদানি করা গম এরকমই হয়।
গম পুরনো হলে সোড়া (স্থানীয় কথ্য নাম) পোকা লেগেই থাকে। এসব গম খুব ভালো মানের এবং খাবার উপযোগী বলে দাবি করেন তিনি। ইতোমধ্যে পোকা আক্রান্ত আমদানি করা গম দিয়ে প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্য তৈরি করা হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী বলেন, বিষয়টি আমার দফতরের নয়, তারপরও বলব মেয়াদোত্তীর্ণ ও পোকা আক্রান্ত যে কোন শস্যদানা খাবার অযোগ্য। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরেজমিন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ