Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে অগ্নিকান্ডে ২০লক্ষ টাকার সম্পদ পুড়ে ছাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ৩:৪৯ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক ভয়াবহ অগ্নিকান্ডে চারটি ঘর নগদ অর্থ সহ প্রায় ২০লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের আলাদিয়ার আলগী গ্রামের রিপন মিয়ার বাড়িতে ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। লাল মিয়ার ঘরের বিদ্যুৎতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে সাড়া বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ভয়াবহ অগ্নিকান্ডে মৃত আকবর আলীর পুত্র লাল মিয়া ও রাসেল মিয়ার ২টি ঘর নগদ ৮০হাজার টাকা এবং মৃত আব্দুল বারেকের পুত্র মজিবুর ও রিপন মিয়ার ২টি ঘর নগদ ২লক্ষ ২০হাজার টাকা বিভিন্ন মালামাল সহ প্রায় ২০লক্ষ টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার বর্গ দাবি করেছেন। চারটি পরিবারের সদস্যরা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন জানান, দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবার বর্গের মাঝে ঢেউ টিন বিতরন করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ