বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাস্তা কিংবা বাজারের পাশে নয়, রাস্তা ছাড়িয়ে প্রায় আধা কিলোমিটার দূরে ফসলি জমির মধ্যে নির্মাণ করা হয়েছে যাত্রী ছাউনি। সরকারের টাকা গচ্চা দিয়ে নিজ বাড়ির প্রবেশ পথে ওই যাত্রী ছাউনি নির্মাণ করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন একজন জনপ্রতিনিধি। এ ঘটনা বরিশাল জেলার উজিরপুরে প্রত্যান্ত অঞ্চলের জল্লা ইউনিয়নের কুড়লিয়া গ্রামের।
জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে বরিশাল জেলা পরিষদ থেকে ৩ লাখ টাকার একটি যাত্রী ছাউনি নির্মাণের প্রকল্প অনুমোদিত হয়। সে টাকায় উজিরপুর উপজেলার জল্লা কুড়লিয়া বাজারের দক্ষিণ দিকের রাস্তা ছাড়িয়ে প্রায় আধা কিলোমিটার দূরে ফসলি জমির মধ্যে নির্মাণ করা হয়েছে যাত্রী ছাউনিটি। মেসার্স মা-বাবার দোয়া নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করেন। যাত্রী ছাউনির গায়ে লাগানো প্লেটে লেখা রয়েছে সৌজন্যে জেলা পরিষদের সদস্য ও উজিরপুরের জল্লা ইউপির সাবেক চেয়ারম্যান উর্মিলা বাড়ৈর নাম।
স্থানীয়রা জানান, অপরিকল্পিতভাবে নির্মিত এ যাত্রী ছাউনি সাধারণ পথচারীদের কোন উপকারে আসবে না। যাত্রী ছাউনিটি বাজারের মধ্যে কিংবা মূল সড়কের পাশে নির্মাণ করা হলে পথচারীরা সুবিধা ভোগ করতে পারত। এ বিষয়ে প্রকল্পটির নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। এ বিষয়ে জেলা পরিষদের সদস্য উর্মিলা বাড়ৈ দৈনিক ইনকিলাবকে বলেন, যাত্রী ছাউনি নির্মাণ করতে কেউ জায়গা না দেয়ায় বাজারের মধ্যে ও রাস্তার পাশে নির্মাণ করা সম্ভব হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।