Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী বিভাগে পাঁচ নারী পেলেন ‘জয়িতা’ সম্মাননা

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম


 এবার রাজশাহী বিভাগীয় ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ-২০১৯’ আমিনা হককে শ্রেষ্ঠ সফল জননী হিসেবে স্বীকৃতি পেলেন। আমিনা হকের বাড়ি রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া সপুরা এলাকায়।
মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে মহিলা ও শিশুবিষয়ক অধিদফতর বিভাগীয় পর্যায়ের এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে পাঁচটি ক্যাটাগরিতে বিশেষ সাফল্য অর্জনকারী হিসেবে আমিনা হককে শ্রেষ্ঠ জননী ক্যাটেগরিতে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে আমিনা হকসহ আরও চারজন নারীকে অন্য চার ক্যাটেগরিতে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে নির্বাচিত প্রত্যেক জয়িতাকে নগদ অর্থসহ, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এ ছাড়া রাজশাহী বিভাগের আটটি জেলার আরও ৩৫ জয়িতাকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
অন্য চার নারী হলেন, শিক্ষা ও চাকরি ক্যাটাগরিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার হাট গ্রামের মিফতাহুল জান্নাত, সমাজ উন্নয়নে রাজশাহী নগরের হড়গ্রাম নতুনপাড়া এলাকার মোসা. সেলিনা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে সামনে অগ্রসরমাণ হিসেবে পাবনার চাটমোহর উপজেলার চকউথুলী গ্রামের মোছা. রোজিনা খাতুন এবং জীবন সংগ্রামে অর্থনৈতিক সফলতায় পাবনার ভাংগুড়া উপজেলার পাটুলীপাড়া গ্রামের সুমনা সুলতানা সাথী শ্রেষ্ঠ হয়েছেন।
এবার করোনার কারণে ঢাকা থেকে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার। রাজশাহীতে বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহীর সংরক্ষিত মহিলা আসনের এমপি আদিবা আনজুম মিতা, জেলা প্রশাসক আব্দুল জলিল, সমাজসেবী শাহীন আক্তার রেনী, নগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. সাজিদ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকীর হোসেন, অতিরিক্ত ডিআইজি রাজশাহী টি এম মোজাহিদুল ইসলাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারী

১৫ জানুয়ারি, ২০২৩
২৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ