Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়া পৌর নির্বাচনঃ আওয়ামীলীগের নৌকা প্রতিকের নির্বাচনী উঠান বৈঠক

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২১, ৯:০১ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পৌর নির্বাচন। এ উপলক্ষে মঙ্গরবার শেষ বিকালে ৯নং ওয়ার্ডের মধ্য বাদুরতলী কলনী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থীর নির্বাচনী এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল বাবেক হাওলাদারের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, জেলা ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ ড. শহিদুল আলম বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো.শফিকুল আলম বাবুল, ফিরোজ শিকদার, পার্শ্ববর্তী রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক এলামুল হক লিটু।

এছাড়া অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা দক্ষিন যুবলীগের সহ সম্পাদক মাসুদুর রহমান, মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট, পটুয়াখালী জেলা ছাত্র লীগের সভাপতি হাসান শিকদার, স্থানীয়দেও পাক্ষে বীর মুক্তিযোদ্ধা আশ্রাফ আলী, আবসারপ্রাপ্ত উপজেলা আনসার বিডিপি কমান্ডার আফজাল হোসন, আবদুল সালাম সরদার প্রমুখ।

নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র বিপুল চন্দ্র হাওলাদার বলেন, ৯নং ওয়ার্ডই আমার জন্ম ভূমি। এ লাকা ছিল ধান ক্ষেত, কেথাও রাস্তা ছিলন। এখন এ ওয়ার্ডের পাকা সড়ক, ড্রেনেজ ব্যবস্থ হয়েছে। এছাড়া প্রতিটি বাড়ি বাড়ি বিদ্যুতের আলো জ্বলছে। এ অবদান প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার। তারই সাথে এ ওয়ার্ডেও মাদক ও সন্ত্রাস নিমূল করতে সক্ষম হয়েছি। এখন মা বোনেরা রাস্তায় নির্ভিগ্নে চলা ফেরো করতে পারে। তাই আপনাদের কাছে ১৪ ফেব্রুয়ারি শতভাগ ভোটের আশা করতে পারি। আমি নির্বাচিত হলে এ পৌর সভাকে মডেল পৌর সভায় রুপান্তিত করবো।

এসময় উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠেনে নেতা কর্মী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পটুয়াখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ