Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পূর্ব-ভ‚মধ্যসাগরে এরদোগানের পদক্ষেপ ইতিবাচক : মেরকেল

তুরস্কের প্রতিরক্ষা রফতানির লক্ষ্য বাণিজ্যের চেয়ে বেশি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

পূর্ব ভ‚মধ্যসাগরে তুরস্কের পদক্ষেপকে ইতিবাচকভাবে নিয়েছে জার্মানি। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের সঙ্গে টেলিকনফারেন্সে এ কথা বলেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। জার্মানির চ্যান্সেলর এরদোগানকে বলেন, পূর্ব ভ‚মধ্যসাগর নিয়ে তুরস্কের পদক্ষেপকে তিনি স্বাগত জানাচ্ছেন। সোমবার জার্মান সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। মেরকেল বলেন, এখন আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া খুবই জরুরি। অতীতে সাইপ্রাস ও গ্রিসের সীমায় তেল-গ্যাস অনুসন্ধানকারী জাহাজ পাঠিয়ে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) উদ্বেগে রেখেছিলেন এরদোগান। তার দাবি ছিল ওই এলাকা তুরস্কের নৌসীমার মধ্যে পড়ে। ইইউ, সাইপ্রাস ও গ্রিস এর তীব্র নিন্দা জানায়। এ নিয়ে তুরস্ক ও গ্রিসের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। ইইউ বারবার তুরস্ককে ওই তেল ও গ্যাস অনুসন্ধানকারী জাহাজ ফিরিয়ে নেয়ার আহবান জানায়। সেই সঙ্গে ওই এলাকায় তেল ও গ্যাসের অনুসন্ধান বন্ধ করারও আহবানন জানায়। কিন্তু সেই অনুরোধে সাড়া দেননি এরদোগান। গত ডিসেম্বরে ইইউ সিদ্ধান্ত নেয় যে, তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হবে। তখন বিবৃতি দিয়ে ইইউ জানিয়েছিল, তুরস্ক একতরফাভাবে উসকানিমূলক কাজ করে যাচ্ছে। সেই শীর্ষ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শুধু কয়েকজন নেতা বা কর্মকর্তার ওপর হবে না, আরও ব্যাপক নিষেধাজ্ঞা জারি করা হবে। তুরস্ক এবং ইইউর দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সে ক্ষেত্রে ব্যাহত হতো। মার্চে ইইউ সম্মেলনে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এরদোগান শুরুতে ইইউর হুশিয়ারি গুরুত্ব দেননি। পরে অবশ্য তেল অনুসন্ধান স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। এরদোগান মেরকেলকে জানান, ইউরোপের সঙ্গে তিনি সম্পর্ক উন্নয়নে বিশ্বাসী। এমতাবস্থায় এরদোগানের সঙ্গে মেরকেলের আলোচনাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা। তুরস্কের প্রতিরক্ষা শিল্প দফতরের প্রধান ইসমাইল দেমির বলেছেন, প্রতিরক্ষা খাতে তুরস্কের রফতানি উদ্দেশ্য শুধুই বাণিজ্য নয়। আঙ্কারা বন্ধু ও মিত্রদেশগুলোকে সহযোগিতার গুরুত্বের সাথে গভীরভাবে সংযুক্ত। সোমবার তুরস্কের আনতালিয়া ডিপলোমেসি ফোরামের (এডিএফ) ‘এডিএফ ভিজিটরস কর্নার’ শীর্ষক এক অধিবেশনে তিনি এই কথা বলেন। ইসমাইল দেমির তার বক্তব্যে স্বাধীন ও কার্যকর তুর্কি প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন সম্পর্কে কথা বলেন। তিনি প্রতিরক্ষা খাতে রফতানির পরিমাণ বাড়ার কথা জানিয়ে বলেন, তুরস্ক ভৌগোলিকভাবে সংঘাতপূর্ণ অঞ্চলের কেন্দ্রে অবস্থান করছে এবং জাতীয় স্বার্থ রক্ষা তুরস্কের অগ্রাধিকারের বিষয়। দেমির তার বক্তব্যে বলেন, প্রতিরক্ষা খাতে তুরস্কের দর্শন নিজস্ব দক্ষতা ও স্বাধীনতার ভিত্তিতে গড়ে ওঠা। তুর্কি জাতি ও নীতির স্বার্থ রক্ষায় এটি মূল বিষয় হিসেবে কাজ করছে। শান্তি প্রতিষ্ঠায় নমনীয় প্রভাব বিস্তারের গুরুত্ব স্বীকার করে দেমির বলেন, নমনীয়তার পেছনে শক্তির প্রভাবকেও উপেক্ষা করা উচিত হবে না। ডেইলি সাবাহ, ডয়েচে ভেলে, ইয়েনি শাফাক।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ