Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আমি গর্বিত ভারতীয় মুসলিম’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং দীর্ঘদিনের সংসদ সদস্য গুলাম নবী আজাদ অবসর নিয়েছেন সংসদীয় রাজনীতি থেকে। গতকাল মঙ্গলবার তার বিদায় সংবর্ধনার বিশেষ আয়োজন করেছিল রাজ্যসভা। বিদায়ী ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এদিন গুলাম নবি সংসদে দাঁড়িয়ে নিজের বিদায়ী সম্ভাষণে বলেন যে, ভারতীয় মুসলিম হওয়াটা তার কাছে গর্বের। তিনি সৌভাগ্যবান যে তাঁকে পাকিস্তানে যেতে হয়নি। গুলাম নবি বলেন, ‘আমি কখনও পাকিস্তানে যাইনি। আমার মনে হয় তার জন্য আমি সৌভাগ্যবান। আমি সেই সকল ভাগ্যবানদের মধ্যেই পড়ি, যাঁরা কখনও পাকিস্তান যাননি। আমি যখন পাকিস্তানের পরিস্থিতি নিয়ে কিছু পড়ি, তখন মনে হয় হিন্দুস্তানি মুসলিম হওয়াটা আমার কাছে গর্বের। দেশের সংখ্যালঘু স¤প্রদায়কে প্রতিনিধিত্ব করতে দেয়ার জন্য ভারতীয় সংসদকে ধন্যবাদ। যার হাত ধরে গুলাম নবীর সংসদীয় রাজনীতিতে প্রবেশ সেই ইন্দিরা গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন এ প্রবীণ রাজনীতিবিদ। রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর প্রতি তিনি কৃতজ্ঞ। এদিন রাজ্যসভায় বিদায়ী ভাষণে এভাবেই বক্তব্য রাখেন তিনি। মঙ্গলবার সংসদে বক্তব্য পেশ করার সময় দেশের প্রধানমন্ত্রীর হৃদয়ের প্রতিচ্ছবিই প্রতিফলিত হল। বিরোধী দলনেতা গুলাম নবি আজাদকে বিদায়ী সম্ভাষণ জানাতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারলেন না মোদি। ‘প্রকৃত বন্ধুর’ বিদায়বেলায় আবেগে গলা বুজে এল মোদির। কথা বলতে গিয়ে বারবার থামলেন তিনি। দিলেন পানির গøাসেও চুমুক। এদিন সংসদের উচ্চকক্ষে বসা আজাদের ভ‚য়সী প্রশংসা করলেন মোদি। পুরনো দিনের স্মৃতিচারণা করলেন তিনি। ফিরে গেলেন সেই সময়, যখন গুলাম নবি আজাদ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন এবং মোদি ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী। মোদি বলছেন, ‘শ্রী গুলাম নবি আজাদকে আমি বহু বছর ধরে চিনি। আমরা এক সঙ্গে মুখ্যমন্ত্রী ছিলাম। আমি মুখ্যমন্ত্রী হওয়ার আগেই ওঁর সঙ্গে কথা বলতাম, তখন আজাদ সাহাব ভীষণ ভাবে সক্রিয় রাজনৈতিক ছিলেন। অনেকেই জানেন না যে, ওঁর বাগান পরিচর্যার ওপর আলাদাই আবেগ আছে। আমি কোনো দিন শ্রী আজাদজি ও প্রণব মুখোপাধ্যায়ের অবদান ভুলব না। ইন্ডিয়ান এক্সপ্রেস, নিউজ১৮।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ