মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও ৯০০ কোটি ডলারের অস্ত্র কিনছে ইসরাইল। দেশটির মন্ত্রিসভার এক বৈঠকে রোববার এই ক্রয় অনুমোদন দেয়া হয়। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে মার্কিন যুদ্ধবিমান এবং সামরিক সরঞ্জাম কেনা হবে। প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজের অংশগ্রহণে ইসরাইলি মন্ত্রিসভা সাত ঘন্টাব্যাপী বৈঠক করে। এরপর মন্ত্রিসভার সদস্যরা অস্ত্র কেনার ব্যাপারে প্রাথমিকভাবে একমত হন। মন্ত্রিসভার অনুমতির ফলে অর্থ কিভাবে দেয়া হবে তা নিয়ে অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যাকার জটিলতার দ‚র হয়েছে। এই চুক্তির আওতায় চিনুক হেলিকপ্টার, এফ-৩৫ যুদ্ধবিমান এবং অ্যারিয়েল রিফুয়েলিং ট্যাংকার এবং হাজার বোমা এবং গোলাবারুদ কিনবে ইসরাইল। তবে ইসরাইলের অর্থ মন্ত্রণালয় এই চুক্তির বিরোধিতা করে আসছে। কারণ এই সমরাস্ত্র যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে কিনবে হবে। ওয়াশিংটন এই চুক্তিতে ইসরাইল রাজি কিনা তা জানতে তেল আবিবকে দুই সপ্তাহ সময় বেঁধে দিয়েছে। আর তা না হলে ইসরাইল অগ্রাধিকার হারাবে বলে জানায় ওয়াশিংটন। তবে ওই চুক্তির বিষয়গুলো এখনও চ‚ড়ান্ত হয়নি। এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন। শপথ নিয়েই তিনি জানান যে, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের কাছে বিপুল পরিমাণ মার্কিন অস্ত্র বিক্রির চুক্তি পর্যালোচনা করে দেখবেন তিনি। আল-আরাবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।