প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সঙ্গীতশিল্পী হোমায়রা বশির এবং শিল্পী-সুরকার, নির্মাতা রাজা বশিরের উদ্যোগে সারগাম সাউন্ড স্টেশন ইউটিউব চ্যানেলে আসছে নতুন অনুষ্ঠান ‘মেলোডি জাংশন’। একক গীতিকার এবং একক সুরকারের গানে সাজানো এই অনুষ্ঠানের প্রতি পর্বে গান গাইবেন একজন শিল্পী। তবে শুধু গানই নয়, এই অনুষ্ঠানে গান নিয়ে গীতিকার, সুরকার এবং শিল্পীর গান বিষয়ক নানা গল্পের পাশাপাশি কবিতা আবৃত্তিও থাকবে। প্রতিমাসে নির্ধারিত একটি দিনে দুইবার প্রচার হবে অনুষ্ঠানটি। এটি শুরু হবে ১১ ফেব্রæয়ারী থেকে। ১৪ ফেব্রæয়ারী ভালবাসা দিবস নিয়ে প্রথম পর্বটি সাজানো হয়েছে। এদিন ভালোবাসা দিবসের গান গাইবেন শিল্পী সুকন্যা মজুমদার ঘোষ, গীতিকার এনামুল হক অপু এবং সুরকার রাজা বশির এবং কবিতা আবৃত্তি করবেন শফিক শামিম। সঞ্চালনা করবেন হোমায়রা বশির। ভাষা দিবস উপলক্ষে ২৫ ফেব্রæয়ারীর অনুষ্ঠানে ভাষার গান গাইবেন পিন্টু ঘোষ। অনুষ্ঠানের সঞ্চালক গায়িকা হোময়ারা বশির বলেন, মেলোডি জাংশন অনুষ্ঠানে মৌলিক গানই প্রাধান্য পাবে। অনুষ্ঠানে সব মহলের শিল্পীদের অংশগ্রহণ থাকবে। উল্লেখ্য, গায়িকা হোমায়রা বশির এবং রাজা বশির খ্যাতিমান শিল্পী বশির আহমেদ এবং মিনা বশিরের পুত্র ও কন্যা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।