মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সোমবার রাতে এক ফোনকলে দেশটির ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মন্টি উইলকিনসন ডেলাওয়ারের অ্যাটর্নি ডেভিড উইসকে অফিসেই থাকার নির্দেশ দেন। তিনি হান্টার বাইডেনের কর ফাঁকি মামলার তদন্ত করছেন। এই মামলার স্পেশাল কনসাল জন ডারহাম, যাকে নিযুক্ত করেছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার, নিজ দ্বায়িত্ব চালিয়ে যাবেন। তবে তিনি কানেকটিকাটের অ্যাটর্নির পদ থেকে ইস্তফা দিতে পারেন। -সিএনএন, এনবিসি
ধারণা করা হচ্ছে জাস্টিস ডিপার্টমেন্ট থেকে ডোনাল্ড ট্রাম্পের নিয়োগ দেওয়া ৫৬ অ্যাটর্নিকেই ইস্তফা দিতে অনুরোধ করা হবে। তবে এই ব্যাপারে মুখ খুলতে রাজি হয়নি জাস্টিস ডিপার্টমেন্ট। তবে রিপাবলিকানদের একটি সূত্র বলছে, হান্টার বাইডেনকে রক্ষা করতেই এমনটি করা হচ্ছে বলে অভিযোগ তুলবে দলটি। জাস্টিস ডিপার্টমেন্টে বড় রদবদলের ইঙ্গিত আগেই দিয়ে রেখেছেন বাইডেন। তিনি নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে মেরিক গারল্যান্ডকে মনোনিত করেছেন। এই নিয়োগকে বৈধতাও দিয়েছে সিনেট। ৮ ফেব্রুয়ারি তার দায়িত্ব নেওয়ার কথা ছিলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।