Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেকর্ড থেকে বিজেপি সাংসদের বক্তব্য বাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২১, ৬:১৬ পিএম

প্রেসিডেন্টের ভাষণের জবাব ভাষণ দিতে গিয়ে সংসদে খানিকটা অপ্রাসঙ্গিকভাবেই পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে এনেছিলেন একের পর এক বিস্ফোরক অভিযোগ। কিন্তু লোকসভায় দাঁড়িয়ে বিজেপি সাংসদের সেই বক্তব্যের বেশ কিছুটা অংশকে অসংসদীয় বলে মনে করছেন স্পিকার। সেকারণেই ওই বক্তব্যের বেশ কিছুটা অংশ লোকসভার রেকর্ড থেকে বাদ দেয়া হয়েছে।

সংসদে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের বিরুদ্ধে স্পষ্টত সংখ্যালঘু তোষণের অভিযোগ করেছিলেন হুগলির সাংসদ। তার অভিযোগ ছিল, মুখ্যমন্ত্রী মমতা বাংলাকে ‘পূর্ব পাকিস্তানে’ পরিণত করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ‘জয় শ্রীরাম’ ইস্যুতে মমতার রেগে যাওয়া নিয়েও সুর চড়ান লকেট। তার কথায়, ‘জয় শ্রীরাম বলাটা কি গালাগালি দেয়া? মমতা সরকার ভগবান রাম এবং সীতামাতার অপমান করেছে। ওরা তোষণের রাজনীতি করছে। মাত্র ৩০ শতাংশ ভোটের জন্য রাজনীতি করছে। আমরা বাংলাকে পূর্ব পাকিস্তান হতে দেব না।’ কিন্তু তার এই ভাষণের বেশ খানিকটা অংশকেই অসাংবিধানিক বলে মনে করছেন স্পিকার। এবং তা লোকসভার রেকর্ড থেকে বাদ গিয়েছে। এটাই অবশ্য প্রথম নয়, এর আগেও এ রাজ্যের একাধিক বিজেপি সাংসদের বক্তব্য বাদ দেয়া হয়েছে সংসদের রেকর্ড থেকে। সূত্র: হিন্দুস্থান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ