Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারের বেশ কিছু স্থানে সান্ধ্য আইন জারি করেছে সরকার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪৪ পিএম

সেনাবিরোধী বিক্ষোভের মধ্যেই মিয়ানমারের বেশ কিছু স্থানে সান্ধ্য আইন জারি করেছে দেশটির সরকার। সোমবার আরোপিত এই আইনের আওতায় পড়েছে দেশটির ২য় বৃহত্তম শহর মান্দালয়। সামরিক অভ্যুত্থানের পর দেশটির বিভিন্ন শহরে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন চলাকালেই এই ঘটনা ঘটলো। মান্দালয়ের ৭টি টাউনশিপ এই আউনের আওতায় পড়েছে। ফলে কেউ আর বিক্ষোভ করতে পারবে না। -চ্যানেল নিউজ এশিয়া, এনডিটিভি

এমনকি ৫ জনের বেশি জমায়েতও নিষিদ্ধ হয়েছে। রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত জারি থাকবে কারফিউ। দেশটির সাধারণ প্রশাষণ বিভাগ এক বিবৃতিতে এই তথ্য জানায়। এছাড়াও দক্ষিণের টাউনশিপ ইরাবতিতেও এই ধরনের আইন জারি হয়েছে। নোটিশ জারি করে বলা হয়েছে, প্রশাসন আশা করছে অধিবাসীরা রাতে ঘরের বাইরে বের হবেন না। বিবৃতিতে বলা হয়, কিছু ব্যক্তি এমন আচরণ করছে যা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণ হতে পারে। এই ধরণের আচরণ স্থিতিশিলতার জন্য হুমকি। এই ধররেণর ঘটনা হতে পারে দাঙ্গার কারণ। এ কারণেই আমরা জমায়েত করেছি, গণজমায়েতে বক্তব্য দিচ্ছি, যানবাহন ব্যবহার করে বিক্ষোভ এবং মিছিল নিষিদ্ধ করেছি। অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত বড় ধরণের শক্তি প্রয়োগ করেনি মিয়ানমারের জান্তা। এর সুযোগ নিয়ে ইয়াঙ্গুনসহ বড় শহরগুলোতে বিক্ষোভ হচ্ছে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ