Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

তুষার ঝড়ে তলিয়ে গেছে একটি আস্ত গ্রাম, নিখোঁজ ১৭০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৫১ এএম

রোববার সকালে মেঘফাটা বৃষ্টি, তার পরিণতিতে ধৌলিগঙ্গতে নন্দাদেবী থেকে গড়িয়ে পড়া তুষার ধস এবং বন্যার পরিণতিতে তলিয়ে গেছে আস্ত একটা গ্রাম। সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে ১৩.২ মেগাওয়াট এর ঋষিগঙ্গা হাইড্রো পাওয়ার প্রজেক্টটি, ব্যাপক ক্ষতি হয়েছে ৫২০ মেগাওয়াট এর ধৌলীগঙ্গা পাওয়ার প্রজেক্টটির, ৫টি সেতু জলের তোড়ে ভেসে গেছে।

২০১৩ সালে কেদারনাথের প্রাকৃতিক বিপর্যয়ের থেকেও এ যেন ভয়ঙ্কর। রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত উত্তরাখণ্ডে তুষারধসে বিপর্যস্ত এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনী আর কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা কর্মীদের তাই মনে হচ্ছে।

গাড়োয়াল এর চামোলি জেলার তপোবন অঞ্চলের রাইনি গ্রামটিও নিশ্চিহ্ন হয়ে গেছে। সোমবার সকাল পর্যন্ত ৭ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আরও ১৭০ জন নিখোঁজ। অনুমান করা হচ্ছে যে এদেরও মৃত্যুই হয়েছে। তুষারধসের পর ধৌলীগঙ্গা ও ঋষিগঙ্গার জলের উচ্চতা একহাজার আটশো আট মিটার হয়ে গিয়েছিল বলে জানা গেছে।

ভেসে গেছে বহু গবাদি পশুও। উদ্ধারকারীরা জানাচ্ছেন, রাইনি গ্রামটির ওপর দিয়ে শুধু বয়ে যাচ্ছে জলস্রোত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ