মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, বিপুল বিনিয়োগ ও বৃহৎ বিভিন্ন প্রকল্পের সাহায্যে দেশটি বিশ্বের শীর্ষ ১০ অর্থনৈতিক শক্তির অন্তর্ভুক্ত হওয়ার পথে এগিয়ে চলছে। শনিবার মালাতিয়া প্রদেশে এক সেতু উদ্বোধনের অনুষ্ঠানে পাঠানো ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। এরদোগান বলেন, ‘আমাদের দেশকে বিশ্বের বৃহত্তম ১০ অর্থনীতির একটিতে রূপান্তরিত করতে আমরা বৃহৎ প্রকল্পগুলোতে বিপুল বিনিয়োগ করছি।’ বর্তমানে বিশ্বে চলমান মোট বৃহৎ প্রকল্পের অর্ধেকেই তুরস্কে নেয়া হয়েছে বলে জানান এরদোগান। তিনি আরো বলেন, তুরস্কের লক্ষ্য মহাকাশ প্রযুক্তি, হাই-টেক ও আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের সাহায্যে ভবিষ্যতকে আঁকড়ে ধরা। এরদোগান বলেন, ‘আমাদের শক্তিশালী অবকাঠামো থেকে আমরা যে সাহস পেয়েছি, তা থেকে প্রতিটি ক্ষেত্রেই বিরামহীনভাবে আমাদের লক্ষ্যকে বাড়িয়ে চলছি, আমাদের সক্ষমতাকে বাড়িয়েছি এবং বিশেষ করে নতুন উৎপাদনের ক্ষেত্র বিস্তার করেছি।’ ইয়েনি শাফাক এ খবর জানায়। অপরদিকে এজিয়ান সাগরে আটকে পড়া ৮৪ শরণার্থীকে উদ্ধার করেছে তুরস্কের কোস্ট গার্ড। সাগরের দুইটি ভিন্ন স্থান থেকে তাদের উদ্ধার করা হয় বলে তুর্কি কোস্ট গার্ড সূত্র জানায়। গ্রিসের লেসবস দ্বীপ যেতে চাওয়া ৬৫ শরণার্থী মোটরবোটে করে যাত্রা করার পর ইঞ্জিন বন্ধ হয়ে গেলে সাগরের মধ্যে আটকা পড়েন তারা। পরে তুর্কি কোস্ট গার্ডকে সাহায্যের জন্য আবেদন জানালে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের আইভাজিক উপক‚লের কোস্ট গার্ড তাদের উদ্ধার করে। অপর ঘটনায়, রাবারবোটে চড়ে যাওয়া ১৯ শরণার্থীকে গ্রিসের সমুদ্রসীমা থেকে ফেরত পাঠানো হলে ইজমির প্রদেশের দিকিলি উপকূলের কোস্ট গার্ড তাদের উদ্ধার করে। উদ্ধার শরণার্থীদের নিয়মমতো পর্যবেক্ষণের পর প্রাদেশিক অভিবাসন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্য ও অন্য অঞ্চলের বিভিন্ন দেশ থেকে দারিদ্র্য, যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়ে ইউরোপগামী শরণার্থীদের কাছে তুরস্ক গুরুত্বপূর্ণ সংযোগপথে পরিণত হয়েছে। ইয়েনি শাফাক, মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।