Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বের শীর্ষ ১০ অর্থনৈতিক শক্তির পথে তুরস্ক : এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২১, ৫:০৯ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান বলেছেন, বিপুল বিনিয়োগ ও বৃহৎ বিভিন্ন প্রকল্পের সাহায্যে দেশটি বিশ্বের শীর্ষ ১০ অর্থনৈতিক শক্তির অন্তর্ভুক্ত হওয়ার পথে এগিয়ে চলছে। গতকাল শনিবার মালাতিয়া প্রদেশে এক সেতু উদ্বোধনের অনুষ্ঠানে পাঠানো ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।
এরদোগান বলেন, ‘আমাদের দেশকে বিশ্বের বৃহত্তম ১০ অর্থনীতির একটিতে রূপান্তরিত করতে আমরা বৃহৎ প্রকল্পগুলোতে বিপুল বিনিয়োগ করছি।’ বর্তমানে বিশ্বে চলমান মোট বৃহৎ প্রকল্পের অর্ধেকেই তুরস্কে নেয়া হয়েছে বলে জানান এরদোগান।
তিনি আরো বলেন, তুরস্কের লক্ষ্য মহাকাশ প্রযুক্তি, হাইটেক ও আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের সাহায্যে ভবিষ্যতকে আঁকড়ে ধরা।
এরদোগান বলেন, ‘আমাদের শক্তিশালী অবকাঠামো থেকে আমরা যে সাহস পেয়েছি, তা থেকে প্রতিটি ক্ষেত্রেই বিরামহীনভাবে আমাদের লক্ষ্যকে বাড়িয়ে চলছি, আমাদের সক্ষমতাকে বাড়িয়েছি এবং বিশেষ করে নতুন উৎপাদনের ক্ষেত্র বিস্তার করেছি।’ সূত্র : ইয়েনি শাফাক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ