Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হারের বৃত্তেই আরামবাগ, রাসেলের প্রথম হার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৩৪ পিএম

ঘরোয়া ফুটবলের মর্যাদার আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হারের বৃত্তেই রয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। অন্যদিকে লিগে প্রথম হারের স্বাদ নিলো শেখ রাসেল ক্রীড়া চক্র। শনিবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টানা পঞ্চম হারের দেখা পেলো আরামবাগ। তাদেরকে এ লজ্জা দিলো সাইফ স্পোর্টিং ক্লাব। এদিন সাইফ ৩-২ ব্যবধানে হারায় মতিঝিল ক্লাব পাড়ার দলকে। বিজয়ী দলের হয়ে নাইজেরিয়ান ফরোয়ার্ড ইকেচুকু কেনেথ দু’টি ও স্থানীয় মিডফিল্ডার সাজ্জাদ হোসেন একটি গোল করেন। আরামবাগের পক্ষে দু’গোল শোধ দেন স্থানীয় মিডফিল্ডার উমর ফারুক ও নাইজেরিয়ান ফরোয়ার্ড চিজোবা ক্রিস্টোফার। এই জয়ে ছয় ম্যাচে তিন জয়, এক ড্র ও দুই হারে ১০ পয়েন্ট পেয়ে তালিকার পঞ্চমস্থানে সাইফ স্পোর্টিং। আর পাঁচ ম্যাচের সবগুলোতে হেরে তলানীতে আরামবাগ।

আগের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও হারের গ্লানি নিয়ে মাঠ ছেড়েছিল সাইফ। তবে আরামবাগের বিপক্ষে তা হতে দেয়নি বেলজিয়ান কোচ পল পুটের দল। জয় পেতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় সাইফ স্পোর্টিং। যে কারণে ৬ মিনিটেই সাফল্য পায় তারা। এসময় রহমত মিয়ার লম্বা থ্রো-ইনের বল হেড করে জালে জড়ান নাইজেরিয়ান কেনেথ (১-০)। অবশ্য দীর্ঘ সময় লিড ধরে রাখতে পারেনি কর্পোরেট দলটি। দু’মিনিট পরেই সমতায় ফেরে আরামবাগ। ম্যাচের ৮ মিনিটে সতীর্থের লম্বা থ্রো থেকে হেডে গোল করে দলকে ম্যাচে ফেরান উমর ফারুক (১-১)। সমতা আসার পর প্রথমার্ধে শত চেষ্টা করেও দ্বিতীয় গোল পায়নি কোনো দল। ফলে ড্র নিয়েই বিরতিতে যায় সাইফ-আরামবাগ। দ্বিতীয়ার্ধে সাইফ আরও দু’গোল পেলেও আরামবাগ পায় একটি।

ম্যাচের ৫৯ মিনিটে ডিফেন্ডার ইয়াসিন আরাফাতের ক্রস থেকে বল পেয়ে ফরোয়ার্ড মারাজ হোসেন হেড নিলে তা আরামবাগের গোলরক্ষক রায়হান আহমেদ প্রতিহত করলেও শেষ রক্ষা হয়নি। বল কেনেথের মাথায় পড়লে তিনি হেডে সাইফের পক্ষে দ্বিতীয় গোলটি করে (২-১)। ম্যাচের ৭০ মিনিটে ব্যবধান আরও বড় করেন সাজ্জাদ হোসেন। তিনি মাঝমাঠ থেকে একাই বল নিয়ে দুরন্ত গতিতে ছুটে আরামবাগের বক্সে ঢুকে শটে গোল করেন (৩-১)। ম্যাচের যোগকরা সময়ে (৯০+৩ মিনিট) আরামবাগের হয়ে চিজোবা ক্রিস্টোফার পেনাল্টি থেকে গোল করলেও শেষ পর্যন্ত দলের হার এড়াতে পারেননি (২-৩)।

একই দিন বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৪-২ গোলে হারায় শেখ রাসেল ক্রীড়া চক্র চক্রকে। জামালের হয়ে গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর জোবে দু’টি এবং ফরোয়ার্ড সুলাইমান সিল্লাহ ও অধিনায়ক সলোমন কিং একটি করে গোল করেন। রাসেলের পক্ষে দু’গোল শোধ দেন যথাক্রমে নাইজেরিয়ান মিডফিল্ডার ওবি মোনেকে ও কিরগিজস্তানের মিডফিল্ডার বখতিয়ার দুইশবেকভ। এটা লিগে শেখ রাসেলের প্রথম হারা। এই জয়ে টানা পাঁচ ম্যাচ জিতে ১৫ পয়েন্ট পেয়ে তালিকার দ্বিতীয়স্থান জায়গা পেলো শেখ জামাল। ছয় ম্যাচে চার জয় এবং একটি করে ড্র ও হারে ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে রাসেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ