বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরের হিলি সীমান্তে অটোরিকশার সিটের নিচ থেকে এয়ার রাইফেলের ৪০ হাজার পিস গুলি ও পিস্তল রাখার দু'টি স্ট্যান্ড জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে হাকিমপুর-বিরামপুর সড়কের হিলির ডাংগাপাড়া বিশেষ ক্যাম্পের আওতায় লোহাচড়া নামক এলাকার চেকপোস্টে তল্লাশির সময় এসব জব্দ করে বিজিবি।
তবে এ সময় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। জয়পুরহাট ২০-বিজিবি অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস হাসান টিটু জানান, বিজিবি নিয়মিত তল্লাশির অংশ হিসেবে শনিবার বিকেলে হিলি-বিরামপুর সড়কে লোহাচড়া চেকপোস্ট এলাকায় একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচে অভিনব কায়দায় রাখা এয়ার রাইফেলের ৪০ হাজার পিস গুলি ও দু'টি স্ট্যান্ড জব্দ করে কর্তব্যরত বিজিবি সদস্যরা। এ সময় চালক পালিয়ে গেলেও সিএনজিটি জব্দ করে ক্যাম্পে আনা হয়। যার আনুমানিক মূল্য ৮১ লাখ ৬০ হাজার টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।