Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকাতে নিখোঁজ চার শিশু হিলি সীমান্তে উদ্ধার

প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

হিলি সংবাদদাতা

ঢাকা হতে নিখোঁজ মোঃ ইউসুব হোসেন আরাফত (১৬), ইশতিয়াক হোসেন শান্ত (১৫), মোঃ আঃ কাইয়ুম ওরফে ইয়াসিন (১৫) ও মোঃ রবিউল ইসলাম সাগর (১৭) নামে চার শিশুকে দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্ত থেকে উদ্ধার করেছে পুলিশ। মোঃ ইউসুব হোসেন আরাফত রাজধানী মীরপুর-১২ ডি এলাকার মোঃ মাহামুদুল হাসানের ছেলে, ইশতিয়াক হোসেন শান্ত এবং মোঃ আঃ কাইয়ুম ওরফে ইয়াসিন একই এলাকার মোঃ কামাল হোসেনের ছেলে, মোঃ রবিউল ইসলাম সাগর একই এলাকার মিরপুর-৭, রোড নম্বর-১-এর পল্লবী এলাকার মোঃ বাবুল শেখের ছেলে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় হিলি পৌরশহরের চার মাথা হতে তাদের উদ্ধার করে পুলিশ। হাকিমপুর থানার ওসি মোঃ আব্দুস সবুর জানান, চার শিশু পরিবারের প্রতি অভিমান করে বাড়ী থেকে হয়ে ঢাকার কমলাপুর রেল স্টেশনে উঠে। ট্রেনে এক অজ্ঞাতনামা ব্যক্তি তাদের ভারতে কাজ দিবে বলে প্রথমে লালমনিরহাট সীমান্তে নিয়ে যায়। লামনিরহাট সীমান্ত দিয়ে ভারতে যেতে না পেরে দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তে তাদের নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি হাকিমপুর পুলিশ জানতে পেরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। পরে উদ্ধারকৃত শিশুদের পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকাতে নিখোঁজ চার শিশু হিলি সীমান্তে উদ্ধার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ