রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
হিলি সংবাদদাতা
ভারতের দিওয়ালী (দীপাবলী) উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি বিএসএফও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে। গতকাল রোববার সকালে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় ভারতের ১৯৯ ব্যাটালিয়নের অধিনায়ক সিন্হা ও ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোস্তাফিজুর রহমানের মধ্যে স্ব স্ব বাহিনীর পক্ষে দীপাবলীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার আ. মান্নান জানান, সীমান্তে দু বাহিনীর মধ্যে সৌহার্দ, সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে স্ব স্ব অবস্থানে থেকে বাহিনীগুলি যেন কাজ করতে পারে এজন্য প্রতি বছর দু’দেশের জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়ে থাকে। বিজিবির পক্ষ থেকে ভারতের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি, পতিরাম ১৮৩ ও ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক ও হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার বরাবর সর্বমোট ৭ প্যাকেট মিষ্টি উপহার দেয়া হয়। পাশাপাশি বিএসএফও বিজিবিকে ৬ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।