রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
হিলি সংবাদদাতা
দিনাজপুরের হিলি সীমান্তে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। গতকাল রোববার ভোরে সীমান্তবর্তী বোয়লদার এলাকার মাঠ থেকে এসব উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবি জানায়, একদল চোরাকারবারি ভারত থেকে চোরাইপথে বিপুলসংখ্যক ট্যাবলেট পাচার করে দেশের অভ্যন্তরে নিয়ে যাচ্ছে। গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল বোয়ালদার এলাকার ধান ক্ষেতে ওত পেতে থাকে। চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। সেখান থেকে ৪ লাখ ১০ হাজার পিস যৌন উত্তেজক ট্যাবলেট, নেশা জাতীয় ইঞ্জেকশন ও ট্যাবলেট, গরু মোটাতাজাকরণ ট্যাবলেটসহ বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ৯৫ লাখ ৫৮ হাজার ৮৭০ টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।