Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় দেবিদ্বারের যুবকের মৃত্যু

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২১, ৭:০৭ পিএম

লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় ফয়সাল (৩৫) নামের এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে লিবিয়ার ত্রিপোলিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। সে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের গৌরসার গ্রামের মৃত আলী আহম্মদের বড় ছেলে। মৃত্যুর সংবাদটি লিবিয়া থেকে তার মামাত ভাই কামাল হোসেন নিশ্চিত করেছেন।

শনিবার দুপুরে ফয়সালের চাচা ডা. হাসান সাংবাদিকদের বলেন, শুক্রবার রাতে ত্রিপোলি থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় ফয়সাল। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। তার চাচা আরো বলেন, গ্রামের বাড়িতে ফয়সালের মা, স্ত্রী ও দুই মেয়ে এবং এক ছেলে রয়েছেন। ফয়সালরা তিন ভাইয়ের মধ্যে এক ভাই গত কয়েক বছর আগে বাংলাদেশই সড়ক দুর্ঘটনায় মারা যায়, অপর এক ভাই রয়েছে দুবাই।

ফয়সালের স্ত্রী সুমাইয়া আক্তার রিনা বলেন, বৃহস্পতিবার রাতে স্বামীর সাথে শেষ কথা হয় তার। ফয়সালের তিন সন্তান রয়েছে, বড় মেয়ে রিফা আক্তার ৮ম শ্রেণিতে, একমাত্র ছেলে মাহিন মিয়া একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়ে এবং দুই বছরের রাইশা নামের আরেকটি কন্যা সন্তান রয়েছে।

ফয়সালের মামাতো ভাই কামাল হোসেন মুঠোফোনে বলেন, আমি ঘটনাস্থল লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে যাচ্ছি, প্রশাসনের সাথে যোগাযোগ করে ফয়সালের লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুমিল্লা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ