Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংসদে বিল পাস সত্ত্বেও ইরাকে ঘাঁটি বাড়াচ্ছে আমেরিকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২১, ২:৪৫ পিএম

ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের ব্যাপারে দেশটির জাতীয় সংসদে গত বছর একটি বিল পাস হওয়া সত্ত্বেও সেখানে সামরিক ঘাঁটি বাড়াচ্ছে আমেরিকা। ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে এই সামরিক ঘাঁটি বাড়ানোর কাজ হচ্ছে বলে খবর দিয়েছে আল-আরাবি আল-জাদিদ গণমাধ্যম।

ইরাকের একটি সামরিক সূত্রের বরাত দিয়ে আল-আরাবি আল-জাদিদ বলেছে, কুর্দিস্তানের রাজধানীএরবিলের কাছে আল-হারির সামরিক ঘাঁটিতে সম্প্রসারণের কাজ করছে মার্কিন সেনারা এবং গত দুই মাস ধরে এই কাজ চলছে।

ইরাকের গোয়েন্দা বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন বাহিনী সেখানে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্র, গোলা-বারুদের গুদাম এবং সামরিক ব্যারাক প্রতিষ্ঠা করছে। ইরাকে সামরিক কর্মকর্তা আরো জানান যে, গত কয়েক মাস ধরে সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন বাহিনী যে অভিযান চালিয়েছে এ ঘাঁটি তার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করেছে।

সূত্র: পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ