মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে ভারতের রাজধানী দিল্লিতে ট্রাক্টর মিছিলে যোগদান করে নিখোঁজ হয়েছেন দেশটির ২১ জন কৃষক। গত ২৬ জানুয়ারি থেকে তাদের খোঁজ মিলছে না। কৃষক সংগঠন সংযুক্ত কিসান মোর্চা (এসকেএম) এমন অভিযোগ করেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ১২৫ জন কৃষকের বিরুদ্ধে দিল্লি পুলিশ মামলা দায়ের করেছে বলেও জানিয়েছে সংগঠনটি। -আনন্দবাজার, নিউজহান্ট
ট্রাক্টর মিছিলের পর থেকে জেলে রয়েছেন এমন ১১৫ জনের তালিকা প্রকাশ করেছে দিল্লি সরকার। কিন্তু এখন পর্যন্ত ২১ জনের কোনও খোঁজ নেই বলে দাবি আন্দোলনে শামিল কৃষক ইউনিয়নগুলোর। এ ব্যাপারে তাদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার। বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনে আগেই সমর্থন জুগিয়েছিল কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। বৃহস্পতিবার কৃষক সংগঠনগুলোর অভিযোগ নিয়ে কেজরিওয়াল বলেন, নিখোঁজ কৃষকদের খোঁজ পেতে কৃষক সংগঠনগুলি দিল্লি সরকারের দ্বারস্থ হয়েছে। আমাকেও অনুরোধ জানিয়েছেন অনেকে। পরিবারের সদস্য বা নিজের ছেলেমেয়ের সঙ্গে যোগাযোগ না করতে পারে কতটা যন্ত্রণা বুঝতে পারছি। ২৬ জানুয়ারির দুর্ভাগ্যজনক ঘটনায় অনেকে জেলবন্দি রয়েছেন। নিখোঁজদের খুঁজে বের করা, পরিবারকে তাদের সম্পর্কে জানানো সরকারের কর্তব্য। নিখোঁজদের খুঁজে বের করতে চেষ্টায় কোনও ত্রুটি রাখছি না আমরা।
এ ব্যাপারে উপরাজ্যপাল অনিল বৈজলের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন কেজরিওয়াল। নিখোঁজদের খোঁজ পেতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির কৃষক সংগঠনগুলিও। দিল্লি সীমানা সংলগ্ন এলাকায় আইনি সহায়তা বিভাগ খোলা হয়েছে। যারা এখনও বাড়ি ফেরেননি, সেখানে এসেই অভিযোগ জানাচ্ছেন তাদের পরিবারের লোকজন। এদিকে আগামীকাল শনিবার ভারতজুড়ে সড়ক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছেন কৃষকরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।