নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার উত্তর বারিধারায় হোঁচট খেলো ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার বেলা ৩টায় টঙ্গিস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে অপেক্ষাকৃত দূর্বল উত্তর বারিধারা ক্লাবের বিপক্ষে প্রথমে পিছিয়ে ১-১ ব্যবধানে ড্র করে ফের পয়েন্ট খুঁইয়েছি সাদাকালোরা। এই ড্রতে ছয় ম্যাচে এক জয়, তিন ড্র ও দুই হারে ৬ পয়েন্ট পেয়ে তালিকার অষ্টমস্থানে মোহামেডান। পাঁচ ম্যাচে দুই ড্র ও তিন হারে ২ পয়েন্ট পাওয়া বারিধারা অবস্থান এগারোতম।
গত চার ম্যাচ জয়হীন উত্তর বারিধারা এগিয়ে যায় ম্যাচের ১৮ মিনিটে। এসময় তাদের উজবেকিস্কতানের মিডফিল্ডার ইভজেনি কোচনেভ পেনাল্টি থেকে গোল করেন। মোহামেডান ডি-বক্সে সাইদস্তোন ফজিলভ ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্ট কিক থেকে গোল করেন ইভজেনি কোচনেভ (১-০)।
আগের ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়া মোহামেডান বিরতির আগেই সমতায় ফিরে। প্রথমার্ধের গোকরা সময়ে (৪৫+১ মিনিট) পেনাল্টি থেকেই গোল করেন মোহামেডানের সুলেমানে দিয়াবাতে।
সাদাকালোদের অধিনায়ক ও জাপানি মিডফিল্ডার উরি নাগাতার শট বারিধারার পাপন সিং ফেরাতে গিয়ে পড়ে যান। বল তার হাতে লাগলে পেনাল্টি সিদ্ধান্ত দেন রেফারি। সুলেমানে দিয়াবাতে স্পট কিকে লক্ষ্যভেদ করেন (১-১)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।