মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বের প্রথম ভ্যাকসিন হিসাবে যুক্তরাজ্যে অনুমতি পেলেও ভারত থেকে সরে দাঁড়িয়েছে মার্কিন সংস্থা ফাইজার। ভারতেও সর্বপ্রথম জরুরি ভিত্তিতে ভ্যাকসিন ব্যবহারের আবেদন জানিয়েছিল তারা। শুক্রবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সেই আবেদন প্রত্যাহার করে নেয়া হয়।
ইতিমধ্যেই ব্রিটেন ও বাহরাইনে জরুরিভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগের ছাড়পত্র পেয়েছে ফাইজার। ওই দুই দেশে ইতিমধ্যেই টিকাকরণ শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, গত বছর ৬ ডিসেম্বর ফাইজারের-এর তরফে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার (ডিজিসিআই) কাছে আবেদন জানানো হয়েছিল। এদিকে, তৃতীয় দফার ট্রায়াল সম্পূর্ণ না হওয়া সত্ত্বেও ভারত বয়োটেকের কোভ্যাক্সিন ছাড়পত্র পেয়ে যায়। পিছিয়ে যায় ফাইজার। উপযুক্ত তথ্য জমা দিতে না পারায় সংস্থাকে ফের প্রয়োজনীয় তথ্য সহ নতুন করে আবেদন জানানোর নির্দেশ দিয়েছে ডিজিসিআই।
জানা গিয়েছে, গত বুধবার ডিজিসিআই’র সঙ্গে আলোচনায় বসে ফাইজার কর্তৃপক্ষ। সেই আলোচনার ভিত্তিতেই জরুরি ভিত্তিতে টিকাকরণের আবেদন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় মার্কিন সংস্থা। একটি বিবৃতিতে ফাইজারের মুখপাত্র জানান, আপাতত আবেদন প্রত্যাহার করা হলেও ডিজিসিআই’র সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে কর্তৃপক্ষ। অতিরিক্ত প্রয়োজনীয় তথ্য নিয়ে ফের আবেদন জানানো হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
এছাড়াও ফাইজা়রের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, কোভিড-১৯ ভ্যাকসিনের জরুরিভিত্তিতে প্রয়োগের অনুমতি নিয়ে বিশেষজ্ঞ কমিটির সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক চলে তাদের। কিন্তু, বিশেষজ্ঞদের দাবি মতো প্রয়োজনীয় তথ্যের চাহিদা পূরণ না হওয়ায় আপাতত অনুমোদন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারতীয়রা যাতে মার্কিন সংস্থার এই ভ্যাকসিন খুব শীঘ্রই ব্যবহার করতে পারেন, তার প্রচেষ্টা জারি রাখা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থা। সূত্র: টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।