Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষক আন্দোলন নিয়ে রিহানার পাশে টুইটারের সিইও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২১, ৬:৫৮ পিএম

ভারতের কৃষক আন্দোলনে সমর্থন দেয়ায় রিহানার প্রশংসা করে করা এবটি টুইটে ‘লাইক’ দিয়েছেন টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসি। টুইটার-ভারত দ্বন্দ্বের মধ্যে এই ‘লাইক’ বেশ তাৎপর্য্যপূর্ণ বলেই মনে করছেন নেট মাধ্যমের পর্যবেক্ষকরা।

রিহানাকে আক্রমণ করায় বৃহস্পতিবারই কঙ্গনা রানাউতের টুইট মুছে দিয়েছিল টুইটার। এবার জ্যাকের ‘লাইক’-এ স্পষ্ট ভারতের কৃষক আন্দোলন নিয়ে প্রতিবাদী আন্তর্জাতিক তারকা রিহানার সমর্থনে রয়েছেন স্বয়ং টুইটারের সিইও। শুধু তা-ই নয়, প্রচ্ছন্নভাবে তিনি যে ভারতের কৃষক আন্দোলনেরও সমর্থক তা-ও কিছুটা স্পষ্ট হয়েছে শুক্রবার। বৃহস্পতিবার রাত্রে বেশ কয়েকটি টুইট ‘লাইক’ করেছেন জ্যাক। তারমধ্যে যেমন রিহানার প্রশংসা করে এক সাংবাদিকের টুইট রয়েছে, তেমনই রয়েছে কৃষক আন্দোলনের জন্য টুইটারের বিশেষ ইমোজির দাবিও। জ্যাকের এই ‘লাইক’ নিয়েই তৈরি হয়েছে জল্পনা।

কৃষক আন্দোলন নিয়ে টুইটারের সঙ্গে ভারত সরকারের দ্বন্দ্ব চলছে সেই সোমবার থেকেই। কৃষক আন্দোলনের পক্ষে সমর্থন দেয়ায় আড়াইশোর বেশি টুইটার অ্যাকাউন্ট ও একটি হ্যাশট্যাগ সরিয়ে নেয়ার জন্য টুইটার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল ভারত সরকার। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সেই নির্দেশ মেনে প্রথমে অ্যাকাউন্টগুলো বন্ধ করলেও পরে তা আবার চালু করে দেয় টুইটার। কারণ হিসাবে টুইটার জানিয়ে দেয়, তাদের বিবেচনায় এমনটা করলে বাক্‌ স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে। এরপরই টুইটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের বার্তা দেয় কেন্দ্র। এরই মধ্যে কৃষক আন্দোলন নিয়ে রিহানার প্রশংসামূলক টুইট লাইক করে কি টুইটারের অবস্থান স্পষ্ট করলেন ডরসি?

সম্প্রতিই আমেরিকায় কৃষ্ণাঙ্গদের অধিকার নিয়ে আন্দোলনে টুইটার একটি ইমোজি প্রকাশ করেছিল। ভারতের কৃষক আন্দোলন নিয়ে আন্তর্জাতিক তারকা রিহানা, পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ-সহ আন্তর্জাতিক বিভিন্ন মহলের সমর্থন পাওয়ার পর কৃষক আন্দোলন নিয়ে ইমোজি প্রকাশের দাবিও ওঠে। বৃহস্পতিবার সেই ইমোজির দাবি নিয়ে করা টুইটও ‘লাইক’ করেছেন টুইটার প্রধান। সূত্র: এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ