Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় গভীর রাতে জোর-জবরদস্তি করে গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২১, ৬:৪৫ পিএম

কলাপাড়ায় লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে রাতের আধারে জোরপূর্বক বসতভিটা দখল চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতের আঁধারে হাসনাপাড়া গ্রামে ৭ নং ওয়ার্ডে বেড়িবাঁধের বাহিরে ভুক্তভোগী বাবুল আক্তারের নিজ বসত বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বাবুল আক্তার এ প্রতিবেদককে বলেন, যুগযুগ ধরে রেকর্ডীয় মালিক সূত্রে জমি ক্রয় করে ঘর নির্মাণ করে শান্তিতে বসবাস করে আসছেন। গভীর রাতে হঠাৎ মাটি কাটার আধুনিক যন্ত্র ভেকু দিয়ে আমার সীমানার মধ্যে মাটি কাটতে শুরু করে পার্শ্ববর্তী চান্দুপাড়া গ্রামের শহীদ প্যাদা। এসময় বাড়ির ভিতরে একাধিক গাছ ভেকু দিয়ে উপরে ফেলা হয়। আকস্মিক এ ঘটনায় আমি ভয় পেয়ে যাই। পরে ঘটনাস্থলে আমার পরিবারের লোকজন নিয়ে বাধা দিলে জানতে পারি স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ফোরকান প্যাদা তার নিকটাত্মীয় শহীদ প্যাদার কাছে জমি বিক্রি করেছেন। তিনি যে জমি বিক্রি করেছেন তার দাগ, খতিয়ান সম্পূর্ণ ভিন্ন। তবে আমার বাড়ির মধ্যে কেন মাটি কাটা হচ্ছে জানতে চেয়ে বাধা শহীদ প্যাদা মাটি কাটা বন্ধ রাখে।

এ ব্যাপারে শহীদ প্যাদা জানান, আমি প্রায় ৬ লাখ টাকা ব্যয় করে ফোরকান প্যাদার কাছ থেকে ১২ শতাশং জমি ক্রয় করেছি। ফোরকান প্যাদা’ই আমাকে মাটি কাটার অনুমতি দিয়েছেন। এখন বাধার মুখে আমি হতাশাগ্রস্থ হয়ে পরেছি।

এ ব্যাপরে লালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক ফোরকান প্যাদার কাছে জানতে চাইলে তিনি জানান, ক্রয় সূত্রে আমি জমির মালিক নিযুক্ত থাকায় তা বিক্রি করেছি। এ নিয়ে স্থানীয় মেম্বরসহ বেশ কয়েকবার শালিশ বৈঠকের সিদ্ধান্ত হলেও বাবুল একবারও বসেননি। আমি কারও জমি দখল করতে যাইনি। তিনি কাগজ নিয়ে বসুক, আমি যদি জমি না পাই আমি কোনোদিনও সেখানে যাবো না। আমার নামে যে দখলের অভিযোগ দিয়েছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ধরনের কোন অভিযোগ পাওয়া যায়নি বা কেউ আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পটুয়াখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ