Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফ্লাডলাইট স্থাপনের দাবি বাফুফের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২১, ৬:২৯ পিএম

কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে যুক্ত হয়েছে গত মৌসুমে। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের হোম ভেন্যু হিসেবে এই স্টেডিয়াম পরিচিতি পেলেও এবার সাদাকালোদের সঙ্গে লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসেরও হোম ভেন্যু এটি। দু’মৌসুম ধরে দেশের ফুটবলের সর্বোচ্চ আসরের খেলা এখানে হচ্ছে ঠিকই তবে আগেরবারের তুলনায় এবার যেন আরও সুন্দর রূপে আত্মপ্রকাশ ঘটেছে ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের। সবুজ মাঠের সঙ্গে স্টেডিয়ামের দ্বিতল গ্যালারি এবং পরিবেশ সত্যিই ক্রীড়াবান্ধব। বিশেষ করে কুমিল্লা শহরের মানুষের ফুটবল নিয়ে উম্মাদনা দেখে সবাই একবাক্যে বলবেন, এখানে সারা বছর খেলা হউক। তাই তো এই ভেন্যুকে মনে ধরেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিনের। স্টেডিয়ামটির সবকিছুই ফুটবলের সঙ্গে মানান সই। যে কারণে ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলা চালিয়ে যেতে আগ্রহী বাফুফে। আর বাফুফে বস সালাউদ্দিন ভাবছেন এই স্টেডিয়ামে ফ্লাডলাইট স্থাপনের কথা। তার কথায়,‘ফুটবলের ভেন্যু হিসেবে কুমিল্লার এই স্টেডিয়ামটি সত্যিই সুন্দর। তবে ওখানে ফ্লাডলাইট নেই। আমরা জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) বলবো ওই স্টেডিয়ামে ফ্লাডলাইট স্থাপন করে দিতে। আমি ইতোমধ্যে আমার অফিসকে বলেছি, যাতে এনএসসিকে চিঠি দিয়ে ফ্লাডলাইট স্থাপনের প্রয়োজনীয়তার কথা জানানো হয়।’

এ বিষয়ে শুক্রবার বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেন, ‘সভাপতি উদ্যোগ নিতে বলেছেন। আমরা চিঠি তৈরি করছি। রোববার এনএসসিকে চিঠি দিয়ে ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফ্লাডলাইট স্থাপনের উদ্যোগ নেয়ার অনুরোধ জানাবো।’ তিনি যোগ করেন,‘ কুমিল্লার স্টেডিয়ামটি ফুটবলের জন্য দারুণ ভেন্যু। ইতোমধ্যে বিপিএলের বেশ কয়েকটি ম্যাচ সেখানে হয়েছে। ম্যাচগুলোকে ঘিরে সেখানকার ফুটবল পাগল মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছিল। সভাপতি চাইছেন স্টেডিয়ামে ফ্লাডলাইট স্থাপন হউক। আরো কিছু কাজও করতে হবে সেখানে। আমাদের কি কি লাগবে, সেটা জানিয়ে আমরা দ্রুত চিঠি দিচ্ছি এনএসসিকে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ