Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষি আইন ইস্যুতে ভারত সরকারের পাশে যুক্তরাষ্ট্র আর কৃষকদের সঙ্গে কমলা হ্যারিসের ভাগ্নি মিনা হ্যারিস!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৩২ পিএম

ভারতের আলোচিত ও বিতর্কিত কৃষি আইনের প্রতি সমর্থন জানিয়ে গত বুধবার একটি বিবৃতি প্রকাশ করেছে মার্কিন দূতাবাস। বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ বিক্ষোভ সমৃদ্ধ গণতন্ত্রের একটি বৈশিষ্ট্য। ভারতের সুপ্রিম কোর্টও একই কথা বলেছে। আমরা আশা করি, সংলাপের মাধ্যমে উভয়পক্ষের মধ্যে মতপার্থক্যের সমাধান করা উচিত। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভাগ্নি মিনা হ্যারিসও কৃষকদের পক্ষে সমর্থন জানিয়েছেন। তিনি টুইটে বলেছেন, ভারত কৃষিপ্রধান দেশ। কৃষকদের আবেগ-অনুভুতিকে মুল্য দিতে হবে। -বিবিসি, দ্য হিন্দু, টেকডটনেট

মার্কিন দূতাবাসের বিবৃতিতে আরও বলা হয়, কৃষি আইন নিয়ে ভারত সরকারের নেওয়া পদক্ষেপে তাদের বাজারই উপকৃত হবে। পাশাপাশি দেশটিতে বিদেশি বিনিয়োগের রাস্তাও তৈরি হবে। এই বক্তব্যের মধ্য দিয়ে বাইডেন প্রশাসন ভারত সরকারের পাশে দাঁড়ালেও নিজেদের অবস্থান পরিষ্কার করতে পার্লামেন্টে একটি বিতর্কসভার আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্য। জনমতের ওপর ভিত্তি করেই বিষয়টি নিয়ে তাদের অবস্থান ঠিক করতে চায় ব্রিটেন। শুক্রবার দেশটি নিজেদের অবস্থান পরিস্কার করবে। গত দুইদিন ধরে কৃষকদের লালকেল্লা অভিযান ঘিরে উত্তাল রয়েছে দিল্লীর রাজপথ। লালকেল্লার প্রাচীরে আন্দোলকারীদের পতাকা লাগানোর ছবি আলোচনার কেন্দ্রে রয়েছে। অনেকের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা করে তদন্ত শুরু করেছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ