Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পকে অভিশংসিত করতে চেয়েও রিপাবলিকানদের ভোট পেলেন লিজ চেনি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২১, ৭:১৬ পিএম

ট্রাম্পকে অভিশংসিত করতে চেয়েও রিপাবলিকানদের ভোট পেলেন মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এর সংখ্যালঘু দলনেতা লিজ চেনি। ট্রাম্পের বিপক্ষে তিনি ভোট দেওয়ায় বিশেষ অধিবেশন ডেকেছিলো রিপাবলিকান পার্টি। কিছু রিপাবলিকান তাকে সরাতে চাওয়ায় গোপন ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়। তিনি পক্ষে পেয়েছেন ১৪৫ ভোট আর বিপক্ষে ৬১। -সিএনএন, এনবিসি

ট্রাম্পের অভিশংসনের পর থেকেই ক্রমাগত রিপাবলিকান সমর্থকদের আক্রমণের কেন্দ্রে ছিলেন তিনি। ট্রাম্পও প্রকাশ্যে তাকে গালমন্দও করেছেন ট্রাম্প। ভোটের আগে নিজের পক্ষে চেনি বলেন, ‘আমি ভোট পাবার জন্য ক্ষমা চাবো না। আমি যা করেছি তা ঠিক করেছি। পাগল লোকটা আমাদের গণতন্ত্রের উপর আঘাত করেছিলো। সে যোগ্য ফল পেয়েছে। তিনি সদস্যদের বলেন, প্রয়োজনে আরও ভোটের মুখোমুখি হতে রাজি তিনি। কিন্তু নিজ অবস্থান থেকে সরার ইচ্ছে তার নেই। আমি এই জাতির কোনও শত্রুর পেছনে ছিলাম না, থাকবোও না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ