মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পারস্য উপসাগরে দীর্ঘ ৯ মাস অবস্থানের পর উপসাগর থেকে বিমানবাহী রণতরী ফিরিয়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পেন্টাগণের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, ইউএসএস নিমিতজ রণতরী স্ট্রাইক গ্রুপ মার্কিন সামরিক কেন্দ্রীয় কমান্ড থেকে ইন্দো-প্যাসিফিক কমান্ড অঞ্চলে সরিয়ে নেয়া হয়েছে। তবে এটি এখন যুক্তরাষ্ট্রেই ফিরিয়ে নেয়া হচ্ছে কিনা তা নিশ্চিত করেননি কিরবি।
তিনি আরও জানান, ট্রাম্প প্রশাসন উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর পর সেখানে নিরাপত্তার জন্য রণতরী রাখার প্রয়োজনীয়তা দেখছে না বাইডেন প্রশাসন। বাইডেন প্রশাসনের পদক্ষেপকে ইরানের সঙ্গে উত্তেজনা কমানোর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ বৃদ্ধি পেলেও নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এক্ষেত্রে কিছুটা নমনীয় বলে মনে হচ্ছে।
তিনি বলেন, ট্রাম্প প্রশাসন পারস্য উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর পর সেখানে রণতরী রাখার কোন প্রয়োজনীয়তা দেখেন না বাইডেন প্রশাসন।
কিরবি মার্কিন ঘাঁটি বা উপসাগরীয় মিত্রদের জন্য সম্ভাব্য ইরানি সামরিক হুমকির বিষয়ে পেন্টাগনের বর্তমান মূল্যায়ন নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তবে, তিনি বলেছেন, আমরা এই জাতীয় সিদ্ধান্তগুলি হালকাভাবে নেই না।
কিরবি আরও বলেন, প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বিশ্বাস করেন যে কোনও ধরনের হুমকির জবাব দিতে মধ্যপ্রাচ্যে আমাদের শক্তিশালী উপস্থিতি রয়েছে।
গত কয়েক সপ্তাহে ইরানের সঙ্গে ওয়াশিংটন ও তার মিত্র, বিশেষ করে ইসরায়েলের সঙ্গে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার মধ্যে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছিল। গত মাসে পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়, ইরানের কাছ থেকে সাম্প্রতিক হুমকির কারণে নিমিতজ আগের জায়গাতেই রাখা হবে। কিন্তু রণতরী ফিরিয়ে নেয়ার এই সিদ্ধান্তে বাইডেন প্রশাসনের নমনীয়তার সুরই পাওয়া যাচ্ছে। সূত্র : আল জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।