Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশে আসছে না আফগানিস্তান!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২১, ৯:০৩ পিএম

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে না বলে এশিয়ান কনফেডারেশনকে (এএফসি) জানিয়ে দিয়েছে আফগানিস্তান। আগামী ২৫ মার্চ সিলেটে বাছাইয়ের ফিরতি লেগের ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্তানের খেলার কথা ছিল। সন্ধ্যা ৭টায় ম্যাচ শুরুর সময় নির্ধারণ করেছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তারা ম্যাচ আয়োজনে প্রস্তুত বলে এএফসিকে জানালেও আফগানরা করোনা পরিস্থিতি উল্লেখ করে ম্যাচ খেলতে অপারগতা জানায়। ফলে নির্ধারিত সময়ে ম্যাচটি অনুষ্ঠিত হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এর আগে ওমান নিজেদের দেশে বাছাইয়ের বাকি ম্যাচগুলো আয়োজনের প্রস্তাব দিয়েছিল। কিন্তু বাংলাদেশ রাজি হয়নি। তবে এএফসি ইতোমধ্যে বাংলাদেশ, ভারত, ওমান, কাতার ও আফগানিস্তানের সঙ্গে কথা বলেছে। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, কোনো কারণে মার্চ মাসে ম্যাচ আয়োজন করা সম্ভব না হলে জুনের মধ্যেই তা করতে হবে।

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বুধবার বলেন, ‘আফগানিস্তান এএফসিকে যে চিঠি দিয়ে বাংলাদেশে আসবে না বলে জানিয়েছে, ওই চিঠির কপি আমাদেরও দিয়েছে। আমরা এএফসিকে বলেছি, ম্যাচ আয়োজনে বাংলাদেশ প্রস্তুত। নির্ধারিত সময়েই ম্যাচ করা হবে। তবে এএফসি বলেছে- সমস্যা তো আফগানিস্তান। তারা যেতে না চাইলে তো ভাবতে হবে। ৫ দেশের সঙ্গে কথা বলে এখন আগামী সপ্তাহে একটা সিদ্ধান্ত জানাবে এএফসি। মার্চে খেলা আয়োজন করা না গেলে জুনে সেন্ট্রাল ভেন্যুতে বাকি ম্যাচগুলো হবে, সেটাও জানিয়ে দিয়েছে এএফসি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ