Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রকে নিঃশর্তভাবে পরমাণু সমঝোতায় ফিরতে হবে : চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৩২ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই নিঃশর্তভাবে পরমাণু সমঝোতায় ফিরতে হবে এবং ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন যেসকল নিষেধাজ্ঞা আরোপ করেছে তা প্রত্যাহার করতে হবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন মঙ্গলবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে একথা বলেছেন। তিনি বলেন, ইরানের পরমাণু ইস্যু অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। এই মুহূর্তে সবপক্ষের উচিত গত ডিসেম্বরে পাঁচ জাতিগোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যে সমঝোতা প্রতিষ্ঠা হয়েছে তা বাস্তবায়নের প্রচেষ্টা জোরদার করা। -পার্সটুডে

যত তাড়াতাড়ি সম্ভব আমেরিকাকে নিঃশর্তভাবে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে এবং নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট বিষয়গুলো প্রত্যাহার করে নেওয়ার জন্য সহযোগিতা শুরু করতে হবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরানকেও পূর্ণ সহযোগিতার মনোভাব নিয়ে পরমাণু সহযোগিতায় ফিরে আসতে হবে। এসব বিষয়ে চীন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। তিনি বলেন, পরমাণু সমঝোতাকে তার পথে ফিরিয়ে আনতে এবং রাজনৈতিকভাবে সমস্যার সমাধানের জন্য আমরা ধাপে ধাপে সহযোগিতার পদক্ষেপকে সমর্থন করি এবং সংশ্লিষ্ট পক্ষ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আমরা কাজ করব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ