Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাফুফের আমন্ত্রণ ফিরিয়ে দিলো ১৭ দেশ!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২১, ৮:০৩ পিএম

২০১৯ সালের মার্চ মাসে শেষবার আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ওই বছর নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে খেলার পর থেকে দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচের বাইরে সাবিনা খাতুনরা। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আশা ছিল চলতি মাসেই মেয়েদের আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের। কিন্তু তার হচ্ছেনা। শত চেষ্টা করেও তা পারেনি বাফুফে। তারা ১৭টি দেশকে আমন্ত্রণ পাঠালেও সবাই ‘না’ করে দিয়েছে!

দীর্ঘ সময় লাল-সবুজের নারী ফুটবলাররা আন্তর্জাতিক ম্যাচের বাইরে থাকায় সর্বশেষ ফিফা নারী র‌্যাঙ্কিংয়ে নাম নেই বাংলাদেশের। এই সংকট কাটাতে এ মাসে নারীদের আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ইচ্ছা ছিল বাফুফের। তাই ইচ্ছাপূরণে সম্প্রতি প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানানো হয়েছিল ১৭ দেশকে। কিন্তু প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বাফুফের সেই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছে দেশগুলো।

এখন চলতি মাসে দল না পাওয়ায় অপেক্ষায় থাকতে হবে এপ্রিলের। আগামী ৫ থেকে ১৩ এপ্রিল পরবর্তী ফিফা নির্ধারিত মেয়েদের খেলার স্লট রয়েছে। ওই সময়টাকেই এখন লক্ষ্য নির্ধারণ করে অপেক্ষায় বাফুফে।

বাংলাদেশের আমন্ত্রণ ফিরিয়ে দেয়া প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বুধবার বলেন, ‘আমরা কম্বোডিয়া, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাহরাইন, আরব আমিরাতসহ ১৭টি দেশকে খেলার জন্য চিঠি লিখেছিলাম। কিন্তু কোনো সাড়া পাইনি। সবাই করোনার কথা বলে খেলতে অপারগতা প্রকাশ করেছে। এখন পরবর্তী ফিফা স্লটে খেলা আয়োজন করা ছাড়া উপায় নেই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ