মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত মাসে ইউএস ক্যাপিটলে যে মিছিল থেকে হামলা করা হয়, সেই মিছিলের জন্য মোট ৩ কোটি ৬০ লাখ টাকা খরচ হয়েছিল। এই টাকার সিংহভাগ অর্থাৎ ২ কোটি ২০ লাখ টাকা দিয়েছিলেন ব্যবসায়ী জুলি জেনকিন্স ফান্সেলি।
জানা গেছে, মূলত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিতেই তার সমর্থকরাই এই হামলা চালিয়েছিল। আর এই হামলার অর্থ যোগান দিয়েছিলেন ব্যবসায়ী তথা পাবলিক্স সুপার মার্কেট চেইনের একজন উত্তরাধিকারী জুলি জেনকিন্স ফান্সেলি। তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ বলেই পরিচিত।
এ বিষয়ে পাবলিক্স সুপার মার্কেটের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের সঙ্গে জুলির কোনও যোগাযোগ নেই। জুলি তাদের ব্যবসা সংক্রান্ত কোনও কাজে, কিংবা কোম্পানির প্রতিনিধি হিসেবে আর নেই। তাই তার কোনও কাজের বিষয়ে তারা কোনও মন্তব্য করবেন না।
ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা করতে জোন্স নিজের থেকে প্রায় ৩৭ লাখ টাকা সেখানে মিছিলের জন্য দান করেছিলেন। এই সংঘর্ষের পিছনে তিনি সরাসরি যুক্ত বলেও অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগের বিষয়ে জোন্স কিংবা জুলি কারও তরফ থেকে কোনও মন্তব্য করা হয়নি।
চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেনকে ক্ষমতা গ্রহণে বাধা দিতে ক্যাপিটল হিলে সহিংস হামলা চালিয়েছিলেন ট্রাম্পের সমর্থকরা। আর এ ঘটনায় অর্থের জোগান দিয়েছিলেন ব্যবসায়ী জুলি জেনকিন্স ফান্সেলি। এর আগে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারের জন্যও অনেক টাকা খরচ করেছেন জুলি। অ্যালেক্স জোন্স নামের এক রেডিও জকির মাধ্যমে তিনি এই টাকা দিয়েছেন বলে জানা গেছে। সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।