মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সারাবিশ্বকে অবাক করে দিয়ে তুরস্ক এবার নিজেদের তৈরি চালকবিহীন ইলেকট্রিক বাসের পরীক্ষা চালিয়েছে। দেশটির গণমাধ্যম ডেইলি সাবাহ জানায়, সোমবার (১ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোয়ানের উপস্থিতিতে এ পরীক্ষা চালানো হয়। এ সময় তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা বারানকও উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম চালকবিহীন ইলেকট্রিক বাসটির টেস্ট ড্রাইভে প্রথম অংশ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। বাসের নাম দেওয়া হয়েছে ‘কারসান আতাক ইলেকট্রিক’। তুরস্কের গাড়ি প্রস্তুতকারক কোম্পানি ‘কারসান’ এটি তৈরি করে।
এ সময় এরদোয়ান বলেন, স্বয়ংক্রিয় বাস প্রস্তুতকারীরা তুরস্কের অগ্রযাত্রাকে উৎসাহিত করেছে এবং বিশ্বব্যাপী তুর্কি ব্র্যান্ডের প্রসারে এ উদ্যোগ বড় ভূমিকা রাখবে।
আধুনিক প্রযুক্তি করায়ত্ত করার পথে বেশ দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে তুরস্ক। প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের নেতৃত্বে চালকবিহীন মেট্রো, ড্রোন, চালকবিহীন যুদ্ধ হেলিকপ্টারের পর এবার দেশটির রাস্তায় নামল চালকবিহীন বাস। ‘বিএমডব্লিউ ২২০-কেডাব্লিউএইচ লি-লন’ ব্যাটারির বদান্যতায় ইলেকট্রিক বাসটি কোনো বিঘ্ন ছাড়াই একটানা ৩০০ কিলোমিটার চলতে পারবে। বাসটি এসির মাধ্যমে পাঁচ ঘণ্টায় ব্যাটারি চার্জ করতে পারবে, ডিসির মাধ্যমে পারবে তিন ঘণ্টায়। ২৭ দশমিক ২ ফুট (৮ দশমিক ৩ মিটার) দৈর্ঘ্যের বাসটিতে ৫০ যাত্রী বসতে পারবেন। গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান কারসান জানিয়েছে, তারা এরই মধ্যে ব্যাপকভিত্তিক উৎপাদন শুরু করেছে।
গাড়ি নির্মাণে বিদেশি কোনো যন্ত্র বা যন্ত্রাংশ ব্যবহার করা হয়নি। ৩৭০ কোটি ডলারের প্রকল্পের আওতায় আগামী ১৩ বছর ধরে বছরে ১ লাখ ৭৫ হাজার ইউনিট গাড়ি নির্মাণ করবে দেশটি।
বর্তমানে তুরস্কে ফোর্ড, ফিয়াট ক্রেইসলার, রিনাল্ট, টয়োটা ও হুন্দাই গাড়ি তৈরি হচ্ছে, যা অন্য দেশে রপ্তানিও হয়ে আসছে। তবে দেশটির নিজস্ব মালিকানায় তৈরি গাড়ি ‘টগ’ই প্রথম। ২০২১ সালের মধ্যে দেশে নিজস্ব প্রযুক্তিতে গাড়ি নির্মাণ প্রকল্পটি ২০১৭ সালে নিয়েছিল দেশটি। পরে ২০১৮ সালের মাঝামাঝিতে টার্কি অটোমোবাইল ইনিশিয়েটিভ গ্রুপ (টগ) নামে একটি কনসোর্টিয়াম গঠন হয়। এতে আরও চারটি কোম্পানি শরিক হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, কেবল নিজেদের ব্যবহারের জন্যই এই গাড়ি নির্মাণ করা হচ্ছে না। ইউরোপসহ বিভিন্ন দেশে রপ্তানির মধ্য দিয়ে বিশ্বব্র্যান্ড হতে চায় নির্মাতা কোম্পানিটি। শুক্রবার একই সঙ্গে ‘টগ’ নামের একটি জিপ গাড়ি ও একটি সেডান কার উন্মোচন করেন তিনি। ড্রোন, গাড়ি থেকে শুরু করে চাহিদা অনুযায়ী ধারাবাহিক প্রযুক্তির সব খাতে পদচারণা অব্যহত থাকবে বলেও জানান তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। সূত্র : রয়টার্স
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।