Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র-ভারত-পাকিস্তানসহ ২০ দেশের নাগরিকদের সউদী প্রবেশে নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৩০ এএম

প্রাণঘাতী করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে ৩ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র-ভারত-পাকিস্তানসহ ২০টি দেশের নাগরিকদের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে সউদী আরব। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

বাংলাদেশ ছাড়া এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার ২০টি দেশ এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাজ্য, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন, মিশর, ভারত এবং জাপান।

এই দেশগুলোর জনগণ অস্থায়ী নিষেধাজ্ঞার আওতায় থাকবে। তবে সউদী আরবে বর্তমানে অবস্থান করা দেশগুলোর নাগরিক, দূতাবাস কর্মকর্তা, চিকিৎসক এবং তাদের পরিবারের সদস্যরা এই নিষেধাজ্ঞার আওতা মুক্ত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে এ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
উল্লেখ্য, এর আগে গত ৩ জানুয়ারি সউদী ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিয়ে সব ধরনের ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল দেশটি।
যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত ২১ ডিসেম্বর আকস্মিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয় সউদী আরব। পরবর্তীতে এর মেয়াদ আরো সাত দিন বাড়ানো হয়। এর ১৫ দিন পর নিষেধাজ্ঞা তুলে নেয় সউদী।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, সউদী আরবে এ পর্যন্ত ৩ লাখ ৬৮ হাজার ৩২৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬ হাজার ৩৭৯ জন। সূত্র : আল জাজিরা



 

Show all comments
  • Marjana Akhter ৩ ফেব্রুয়ারি, ২০২১, ২:৩২ পিএম says : 0
    করোন নিয়ে সৌদি আরবের কেন এত ভয় জানি না।
    Total Reply(0) Reply
  • মোঃ নুরুল আমিন ৩ ফেব্রুয়ারি, ২০২১, ২:৩৩ পিএম says : 0
    এই তালিকায় বাংলাদেশকে না রাখায় সৌদি সরকারকে অসংখ্য ধন্যবাদ।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ ইসমাঈল ৩ ফেব্রুয়ারি, ২০২১, ৬:০৪ পিএম says : 0
    ভালোবাসা রইলো প্রিয় দেশ সউদী আরব এর প্রতি
    Total Reply(0) Reply
  • MD Ali hossain Sagor ৩ ফেব্রুয়ারি, ২০২১, ৬:০৫ পিএম says : 0
    মাশাআল্লাহ, দোয়াও শুভ কামনা রইল রাসুলের দেশের জন্য।
    Total Reply(0) Reply
  • কামাল ৩ ফেব্রুয়ারি, ২০২১, ৬:০৬ পিএম says : 0
    খবরটি শুনে ভালো লাগলো
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ