প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিয়ের পর পর্দায় ফিরছেন অভিনেত্রী কাজল আগরওয়াল। ১২ ফেব্রæয়ারি থেকে তাকে দেখা যাবে ‘লাইভ টেলিকাস্ট’ সিরিজে। এই হরর সিরিজ দিয়ে ওটিটিতে অভিষেক হচ্ছে অভিনেত্রীর। গত শুক্রবার সিরিজটির ট্রেলার ছাড়া হয়েছে। “আমি একজন অভিনয়শিল্পী, আমি সবসময় এমন চরিত্র খুঁজে যা আমাকে চ্যালেঞ্জ করে আমার কমফোর্ট জোনে থেকেও,” কাজল বলেন। “আমি এতে জেনির চরিত্র করছি, যে পেশাগতভাবে একজন পরিচালক। সে শক্তিময়ী এক মুক্ত নারী, তার একমাত্র লক্ষ্য হচ্ছে সফল টিভি অনুষ্ঠান নির্মাণ করা। এমন প্রয়াসে সে একটি বড় বাড়িতে আটকে পড়ে। হরর পছন্দ করুক আর না করুক দর্শকদের সিরিজটি ভাল লাগবে,” তিনি আরও বলেন। সাত পর্বের তামিল সিরিজটি পরিচালনা করেছেন ভেঙ্কট প্রভু। আরও অভিনয় করেছেন বৈভব রেড্ডি, কায়াল আনন্দি, প্রিয়াঙ্কা, সেলভা, ড্যানিয়েল অ্যানি পোপ এবং প্রভু পঞ্চু অরুণাচলম।‘লাইভ টেলিকাস্ট’-এর গল্প এক টিভি নির্মাতা দলের যারা হিট টিভি সিরিজ নির্মাণে মরিয়। তারা এক ভুতুড়ে বাড়িতে যায় শুট করতে সেখানে তারা বন্দি হয়ে পড়ে যা টিভিতে লাইভ দেখান হয়। এই সিরিজ দিয়ে কাজলের ডিজিটাল মাধ্যমে অভিষেক হচ্ছে। ডিজনি প্লাস, হটস্টার ভিআইপি এবং প্রিমিয়ামে সিরিজটি স্ট্রিমিং হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।