মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর বন্ধ হওয়া ব্যাংকগুলো খুলেছে, জনশূন্য রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা।মঙ্গলবার এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে মিয়ানমার ব্যাংক অ্যাসোসিয়েশন। সীমিত পরিসরে মঙ্গলবার ব্যাংকগুলোতে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। সেনাবাহিনীর ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সু চির এনএলডি পার্টির এক পার্লামেন্ট সদস্য বলেন, পার্লামেন্ট সদস্যরা আবাসিক ভবনে স্বাভাবিকভাবেই জীবন কাটাচ্ছেন। -এএফপি, বিবিসি
তবে আবাসিক ভবনের জীবন এখন উন্মুক্ত জায়গায় অবস্থিত বন্দিশিবিরের মতো। আমাদের বাইরে যাওয়ার অনুমতি নেই। আমরা খুবই উদ্বিগ্ন। দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের রাস্তায় অবশ্য খুব বেশি পরিবর্তন চোখে পড়ে না। পার্থক্য বলতে রাস্তায় রয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। নেপিডোয় সশস্ত্র সেনাবাহিনীর টহল চলতে থাকে। সেনাবাহিনীর হেলিকপ্টার শহরজুড়ে নজরদারি করতে থাকে। দেশটির সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ শহর ইয়াঙ্গুন জানানো হয়, বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে এবং শহরটির সাথে সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে আশেপাশের এলাকাগুলোর ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।