Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

দৌলতখান পৌর নির্বাচনে ভোট গ্রহণ চলছে

দৌলতখান(ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২১, ১:১০ পিএম

ভোলার দৌলতখান পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টায় পৌরসভার নয়টি ভোটকেন্দ্রে একযোগে এ ভোট গ্রহণ শুরু হয়।

সকাল থেকে পৌরসভার বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

তবে ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এ ভোট গ্রহণ শুরু হলেও ভোট কেন্দ্রগুলো ঘুরে বেশিরভাগ কেন্দ্রে বিএনপির মনোনীত প্রার্থীর এজেন্ট খুঁজে পাওয়া যায়নি।

দৌলতখান পৌরসভা নির্বাচনে এবার মেয়র পদে দুইজন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকির হোসেন তালুকদার এবং বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন কাকন।

এছাড়া এ পৌরসভার সাধারণ কাউন্সিলর পদে ২৮জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৬০৬ জন।

এদিকে,যেকোন মূল্যে ভোটের পরিবেশ নির্বিঘ্ন রাখতে সব ধরনের পদক্ষেপ নিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন। তিনি জানান, প্রতিটি কেন্দ্র পর্যাপ্ত পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবির পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা কাজ করছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি দেখার জন্য দৌলতখান পৌরসভায় ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছে। এর বাইরেও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছেন বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌর নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ