Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকুন্দিয়ায় পৌর নির্বাচন বড় দু’দলের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু

প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর নির্বাচনের তফছিল ঘোষণা হওয়ায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছে। এনিয়ে প্রার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। পাকুন্দিয়ায় এখন পুরোপুরি পৌর নির্বাচনের আমেজ বিরাজ করছে। প্রধান দু’রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় মনোনয়ন কে পাচ্ছেন তা নিয়েই সর্বত্র চলছে আলোচনা। দলীয় মনোনয়ন পেতে অনেকেই দলের তৃণমূল নেতাকর্মী ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। আওয়ামী লীগ ও বিএনপির তৃণমূল নেতাকর্মীরা দলের ত্যাগী ও জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন দেয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবি জানিয়েছেন। আওয়ামী লীগ থেকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শামসুদ্দোহা, উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও জেলা কৃষক লীগের সদস্য মো. বোরহান উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান চুন্নু, পাকুন্দিয়া ডিগ্রি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি মো. ফরিদ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিসবাহ উদ্দিন ও বর্তমান পৌর কাউন্সিলর মো. নজরুল ইসলাম আকন্দ দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এদিকে বিএনপি থেকে বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আক্তারুজ্জামান খোকন দলীয় মনোনয়ন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত ২৭ সেপ্টেম্বর দুপুরে জেলা নির্বাচন অফিসার মো. মুঞ্জুরুল আলম জানিয়েছেন, পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ৬ অক্টোবর মনোনয়ন জমাদানের শেষদিন, ৮ অক্টোবর প্রার্থীতা যাচাই-বাছাই, ১৫ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার, ১৬ অক্টোবর প্রতীক বরাদ্দ ও ৩১ অক্টোবর ভোটগ্রহণের দিন ধার্য্য করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকুন্দিয়ায় পৌর নির্বাচন বড় দু’দলের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ