বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের ভূঞাপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর সমর্থকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পক্ষের সোমেলা বেগম নামের এক নারীসহ ১০জন আহত হয়েছেন। শরিবার (৩০ জানুয়ারি) বেলা ১২টার দিকে পৌরসভার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভূঞাপুর পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী পানির বোতল প্রতীকের আনোয়ার হোসেনের সমর্থিতরা জাল ভোট দেওয়া শুরু করে। পরে বিষয়টি নিয়ে কাউন্সিলর প্রার্থী উটপাখি প্রতীকের জাহিদুল ইসলামের সমর্থকরা প্রতিবাদ করে।
এক পর্যায়ে জাহিদুলের এজেন্টসহ সমর্থকদের কেন্দ্র থেকে বের করে দেয়। এসময় আনোয়ার গ্রুপের লোকজন জাহিদুল ইসলামের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ধারালে অস্ত্র দিয়ে কুপি জাহিদুলের পক্ষের এক নারীসহ ১০ জনকে আহত করে। এসময় সোমেলা বেগমসহ দুইজনের হাতের কবজ্বি ও দুইজনের আঙ্গুল কেটে ফেলা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে ওই কেন্দ্রে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত করা হয়। বিষয়টি নিয়ে ঐ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
১নং ওয়ার্ডে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার শাহীনুল ইসলাম বলেন, দুই কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ৩০-৩৫ মিনিট ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। এখন ভোটগ্রহণ চলছে।'
এদিকে মধুপুরে অনিময় ও এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ তুলে বিএনপির মেয়র প্রার্থী আব্দুল লতিফ পান্না নির্বাচন বর্জন করেছে। টাঙ্গাইল সদর পৌর এলাকার স্টার প্রাথমিক বিদ্যালয় থেকে দেশীয় অস্ত্রসহ পুলিশ এক যুবককে গ্রেফতপার করেছে। এছাড়া টাঙ্গাইলের ৫টি পৌরসভা টাঙ্গাইল সদর, মধুপুর, ভুয়াপুর, মির্জাপুর ও সখীপুর পৌরসভায় শান্তিপুর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের উপস্থিতিও ছিল উল্লেখ করার মতো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।