Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারে অভ্যুত্থান নিয়ে চীনের সতর্ক প্রতিক্রিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখলের ঘটনায় গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশে চীন খুবই সতর্ক প্রতিক্রিয়া দিয়েছে। চীন সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত আলাদাভাবে কোনো বক্তব্য বা বিবৃতি দেয়া হয়নি, তবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র তাদের নিয়মিত সংবাদ সম্মেলনে সংক্ষিপ্ত এবং সতর্ক প্রতিক্রিয়া দিয়েছেন।

মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, মিয়ানমারের ঘটনাবলীর দিকে চীন নজর রাখছে এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে। তিনি বলেন, ‘চীন মিয়ানমারের বন্ধুপ্রতিম প্রতিবেশী এবং আমরা আমা করি দেশের সাংবিধানিক এবং আইনি কাঠামোর মধ্যে মিয়ানমারের বিভিন্ন পক্ষ তাদের মতভেদ দূর করবে এবং রাজনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করবে’।

মিয়ানমারের সাথে চীনে দীর্ঘ ২ হাজার ২০০ কিলোমিটার সীমান্ত রয়েছে যার বেশ কিছু অংশে মিয়ানমারে সশস্ত্র কিছু বিদ্রোহী গোষ্ঠী তৎপর। তাছাড়া তাদের উচ্চাভিলাষী বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের জন্য চীনের কাছে মিয়ানমার খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। চীন গত বছরগুলোতে মিয়ানমারের বিভিন্ন অবকাঠামো প্রকল্পে প্রচুর বিনিয়োগ করেছে। চীনের ইউনান প্রদেশ থেকে মিয়ানমারের পশ্চিম উপক‚ল পর্যন্ত একটি রেললাইন নির্মাণের প্রকল্প হাতে নেয়া হয়েছে যার জন্য চীন প্রায় ৯০০ কোটি ডলার বিনিয়োগ করবে।

গত মাসের মাঝামাঝি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মিয়ানমার সফরে গিয়েছিলেন। ঐ সফরে তিনি অং সান সুচিসহ মিয়ানমারের সেনা নেতৃত্বের সাথেও বৈঠক করেন। সূত্র : বিবিসি বাংলা।



 

Show all comments
  • A R Arnob ২ ফেব্রুয়ারি, ২০২১, ২:০৮ এএম says : 0
    মায়ানমারে তো কখনোই গণতন্ত্র ছিলো না।মূলত সেনাবাহিনীরাই দেশ চালাচ্ছিল তবে গণতন্ত্রের পুতুল হিসেবে সূচিকে ব্যবহার করা হয়েছে।সূচি জীবনটা বন্দি থেকে থেকেই পার হয়ে যাচ্ছে।যাইহোক যেই দাঙ্গার প্রত্যাবর্সনের জন্য ইতিবাচক প্রেক্ষাপটের তৈরি হচ্ছিল ওমনি সূচি নামক পুতুলকে ছুড়ে ফেলা হলো।এখন রোহিঙ্গ্যাদের প্রত্যাবর্সন দিকটা আরো জটিল হয়ে উঠলো।
    Total Reply(0) Reply
  • Nerob Ahmed Rasel ২ ফেব্রুয়ারি, ২০২১, ২:১২ এএম says : 0
    এই সুযোগে কুটনৈতিক তৎপরতা চালিয়ে রোহিঙ্গাদেরকে তাদের দেশে পাঠানোর ব্যবস্থাগ্রহন করা হোক।
    Total Reply(0) Reply
  • Sumon Chowdhury ২ ফেব্রুয়ারি, ২০২১, ২:২৫ এএম says : 0
    সুচি ম্যাডাম কে জানানো যেতে পারে, ভাসান চরে তার জন্য ও ঘর করা আছে।
    Total Reply(0) Reply
  • Tania Jahan ২ ফেব্রুয়ারি, ২০২১, ২:২৫ এএম says : 0
    আগে ও বছরের পর বছর গৃহবন্দি ছিলেন সূচি।মাঝখানে মুক্তি পেয়ে উনার পাখা গজিয়েছিল । এই খবরটা রোহিঙ্গাদের নিঃসন্দেহে সুখবর ।
    Total Reply(0) Reply
  • মাজহারুল ইসলাম ২ ফেব্রুয়ারি, ২০২১, ২:২৯ এএম says : 0
    মিয়ানমারে যা–ই হোক, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সরব থাকতে হবে
    Total Reply(0) Reply
  • Debatosh Nath ২ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৪৩ এএম says : 0
    If don't want China, this misfortune of Myanmar; will never go away, whatever Joe Biden says, China doesn't care about anyone.
    Total Reply(0) Reply
  • Jack+Ali ২ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৬ এএম says : 0
    China always supported Mayanmar, they supported genocide of Rohingya Muslim and burned their villages and push millions in our country.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ