Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করলো হিজবুল্লাহ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৪৫ পিএম

লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের একটি গোয়েন্দা ভূপাতিত করেছে। দক্ষিণ লেবাননের ড্রোনটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছে হিজবুল্লাহ। এক সংক্ষিপ্ত বিবৃতিতে সংগঠনটি জানায়, আজ সোমবার সকালে ড্রোনটিকে ভূপাতিত করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংগঠনটি।

এদিকে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর দাবি করেছে যে একই অভিযান পরিচালনার সময় তাদের একটি ড্রোন লেবাননের সীমানার মধ্যে পড়েছে তবে থেকে কোনো তথ্য হিজবুল্লার হাতে চলে যাওয়ার কোনো ঝুঁকি নেই।

ফিলিস্তিনের যোদ্ধারা অবরুদ্ধ গাজা উপত্যকার উপর থেকে ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করা একদিন পর হিজবুল্লার হাতে ইহুদিবাদী ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা ঘটলো। রোববার গাজা উপত্যকার বেথেলহেম পয়েন্ট এর কাছ থেকে গাজার চিত্রগ্রহণের সময় ওই ড্রোন ভূপাতিত করে সেখানকার যোদ্ধারা।

সূত্র: পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ